আনিসুল ইসলাম নাঈম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। খুব শিগগির শুরু হবে ভাইভা পরীক্ষা। ২৫ নম্বরের এই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করতে পারবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। ভাইভাপ্রার্থীদের প্রস্তুতি এগিয়ে রাখতে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডার মো. মাসুম কামাল।
ফরমাল পোশাক প্রস্তুত রাখুন
আগে থেকে ভাইভার জন্য ফরমাল পোশাক প্রস্তুত করে রাখুন। ছেলেরা সাদা শার্ট, কালো প্যান্ট অথবা যেকোনো মার্জিত কালারের শার্ট, প্যান্টের সঙ্গে ম্যাচিং করে জুতা, বেল্ট প্রস্তুত করে রাখুন। শীতকালে ভাইভা হবে বিধায় কোটও পরতে পারেন। মেয়েরা নীল, মেরুন অথবা যেকোনো মার্জিত রঙের শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন।
কাগজপত্র প্রস্তুত রাখুন
প্রয়োজনীয় সব কাগজপত্র যেমন এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের সনদ, ছবি, এনআইডি কার্ড, নাগরিকত্ব সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, পোষ্য কোটা সনদ, প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্ট কপিসহ অন্য সব কাগজপত্র কমপক্ষে ৩ সেট ফটোকপির পর সত্যায়িত করে রাখুন। কাগজপত্র জমাদানের নোটিশ দিলে নোটিশে উল্লেখিত কাগজপত্র ভালো করে দেখে
জমা দেবেন।
নোট খাতা তৈরি করুন
ভাইভার জন্য আলাদা একটি নোট খাতা তৈরি করুন। ভাইভায় নিজের বিষয়, নিজের সম্পর্কে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, নিজ জেলা, উপজেলাসহ অন্যান্য যে টপিক থেকে প্রশ্ন হতে পারে, সেগুলোর একটা তালিকা করুন। এ ক্ষেত্রে গত বছর যাঁরা ভাইভা দিয়েছেন, তাঁদের পরামর্শ নিন।
বিষয়ভিত্তিক প্রস্তুতি
■ বাংলা: বাংলা থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক বিশেষ করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মুনীর চৌধুরী, হুমায়ূন আহমেদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাঁদের রচনা ও ব্যাকরণ থেকে সন্ধি, সমাস, কারক, পদ, বাক্য শব্দসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক ভালো করে রিভিশন করে যাবেন।
■ ইংরেজি: ইংরেজির ক্ষেত্রে ট্রান্সলেশন জিজ্ঞেস করে। তাই Common translationগুলো অনুশীলন করবেন। পাশাপাশি Tense, Parts of Speech, Voice, Narration, Article, Prepositionসহ মুখস্থ টপিকগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক ভালো করে পড়বেন।
■ গণিত: গণিতের ক্ষেত্রে দশমিকের গুণ, ভগ্নাংশ, শতকরা লাভ-ক্ষতি, সুদকষা, ঐকিকের ছোট ছোট অঙ্ক, যেগুলো মুখে মুখে করার মতো, সেগুলো ভালো করে অনুশীলন করবেন।
■ সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানের কমন টপিকগুলো আরেকবার রিভিশন করুন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভৌগোলিক অবস্থান ও সমসাময়িক বিষয়ের ওপর গুরুত্ব দিন। সংবাদপত্র থেকে চলমান গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জেনে নেবেন।
গুরুত্বপূর্ণ কিছু বিষয়
নিজের সম্পর্কে বাংলা ও ইংরেজিতে, নিজের বিষয়ের মৌলিক বিষয়গুলো এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে গুছিয়ে প্রস্তুত করে রাখুন। নিজের জেলা, উপজেলার ইতিহাস, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান, মুক্তিযুদ্ধের ঘটনা ও কয়েকজন মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রস্তুতি নিয়ে রাখবেন।
কমন কিছু প্রশ্ন
কমন কিছু প্রশ্ন যেমন Introduce Yourself, প্রাইমারিতে কেন চাকরি করতে চান, অন্য চাকরি হলে করবেন কি না, শিশুদের কীভাবে শেখাবেন, আপনার নিজের পঠিত বিষয় কীভাবে কাজে লাগাবেন, আপনাকে কেন চাকরিতে নেব—এ ধরনের কমন প্রশ্নের উত্তর প্রস্তুত করে রাখুন।
ভাইভা বোর্ডে করণীয়
ভাইভা বোর্ডে প্রবেশের সময় ধীরে দরজা খুলে সালাম দিয়ে প্রবেশ করবেন। অনুমতি নিয়ে বসার পর ‘ধন্যবাদ’ দিয়ে স্বাভাবিকভাবে বসবেন। যা প্রশ্ন করা হবে, হাসিমুখে উত্তর দেবেন। না পারলে দুঃখিত বলবেন, কিন্তু আন্দাজে উত্তর দেবেন না। প্রশ্ন করা শেষ হলে ধন্যবাদ ও সালাম দিয়ে ধীরে ধীরে বের হবেন।
বেশি বেশি অনুশীলন করুন
উল্লিখিত বিষয়গুলো বাসায় আয়নার সামনে কিংবা বন্ধু, ছোট ভাইদের সহায়তায় বারবার মক ভাইভা দিন। ভুলগুলো নোট এবং সংশোধন করুন। যত বেশি অনুশীলন করবেন, ভাইভা বোর্ডে তত বেশি সুবিধা পাবেন। ভাইভা অনেকটা ভাগ্যের ব্যাপার, তাই স্রষ্টার কাছে সাহায্য চান এবং নিজের ওপর ভরসা রাখুন। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। খুব শিগগির শুরু হবে ভাইভা পরীক্ষা। ২৫ নম্বরের এই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করতে পারবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। ভাইভাপ্রার্থীদের প্রস্তুতি এগিয়ে রাখতে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডার মো. মাসুম কামাল।
ফরমাল পোশাক প্রস্তুত রাখুন
আগে থেকে ভাইভার জন্য ফরমাল পোশাক প্রস্তুত করে রাখুন। ছেলেরা সাদা শার্ট, কালো প্যান্ট অথবা যেকোনো মার্জিত কালারের শার্ট, প্যান্টের সঙ্গে ম্যাচিং করে জুতা, বেল্ট প্রস্তুত করে রাখুন। শীতকালে ভাইভা হবে বিধায় কোটও পরতে পারেন। মেয়েরা নীল, মেরুন অথবা যেকোনো মার্জিত রঙের শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন।
কাগজপত্র প্রস্তুত রাখুন
প্রয়োজনীয় সব কাগজপত্র যেমন এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের সনদ, ছবি, এনআইডি কার্ড, নাগরিকত্ব সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, পোষ্য কোটা সনদ, প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্ট কপিসহ অন্য সব কাগজপত্র কমপক্ষে ৩ সেট ফটোকপির পর সত্যায়িত করে রাখুন। কাগজপত্র জমাদানের নোটিশ দিলে নোটিশে উল্লেখিত কাগজপত্র ভালো করে দেখে
জমা দেবেন।
নোট খাতা তৈরি করুন
ভাইভার জন্য আলাদা একটি নোট খাতা তৈরি করুন। ভাইভায় নিজের বিষয়, নিজের সম্পর্কে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, নিজ জেলা, উপজেলাসহ অন্যান্য যে টপিক থেকে প্রশ্ন হতে পারে, সেগুলোর একটা তালিকা করুন। এ ক্ষেত্রে গত বছর যাঁরা ভাইভা দিয়েছেন, তাঁদের পরামর্শ নিন।
বিষয়ভিত্তিক প্রস্তুতি
■ বাংলা: বাংলা থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক বিশেষ করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মুনীর চৌধুরী, হুমায়ূন আহমেদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাঁদের রচনা ও ব্যাকরণ থেকে সন্ধি, সমাস, কারক, পদ, বাক্য শব্দসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক ভালো করে রিভিশন করে যাবেন।
■ ইংরেজি: ইংরেজির ক্ষেত্রে ট্রান্সলেশন জিজ্ঞেস করে। তাই Common translationগুলো অনুশীলন করবেন। পাশাপাশি Tense, Parts of Speech, Voice, Narration, Article, Prepositionসহ মুখস্থ টপিকগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক ভালো করে পড়বেন।
■ গণিত: গণিতের ক্ষেত্রে দশমিকের গুণ, ভগ্নাংশ, শতকরা লাভ-ক্ষতি, সুদকষা, ঐকিকের ছোট ছোট অঙ্ক, যেগুলো মুখে মুখে করার মতো, সেগুলো ভালো করে অনুশীলন করবেন।
■ সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানের কমন টপিকগুলো আরেকবার রিভিশন করুন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভৌগোলিক অবস্থান ও সমসাময়িক বিষয়ের ওপর গুরুত্ব দিন। সংবাদপত্র থেকে চলমান গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জেনে নেবেন।
গুরুত্বপূর্ণ কিছু বিষয়
নিজের সম্পর্কে বাংলা ও ইংরেজিতে, নিজের বিষয়ের মৌলিক বিষয়গুলো এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে গুছিয়ে প্রস্তুত করে রাখুন। নিজের জেলা, উপজেলার ইতিহাস, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান, মুক্তিযুদ্ধের ঘটনা ও কয়েকজন মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রস্তুতি নিয়ে রাখবেন।
কমন কিছু প্রশ্ন
কমন কিছু প্রশ্ন যেমন Introduce Yourself, প্রাইমারিতে কেন চাকরি করতে চান, অন্য চাকরি হলে করবেন কি না, শিশুদের কীভাবে শেখাবেন, আপনার নিজের পঠিত বিষয় কীভাবে কাজে লাগাবেন, আপনাকে কেন চাকরিতে নেব—এ ধরনের কমন প্রশ্নের উত্তর প্রস্তুত করে রাখুন।
ভাইভা বোর্ডে করণীয়
ভাইভা বোর্ডে প্রবেশের সময় ধীরে দরজা খুলে সালাম দিয়ে প্রবেশ করবেন। অনুমতি নিয়ে বসার পর ‘ধন্যবাদ’ দিয়ে স্বাভাবিকভাবে বসবেন। যা প্রশ্ন করা হবে, হাসিমুখে উত্তর দেবেন। না পারলে দুঃখিত বলবেন, কিন্তু আন্দাজে উত্তর দেবেন না। প্রশ্ন করা শেষ হলে ধন্যবাদ ও সালাম দিয়ে ধীরে ধীরে বের হবেন।
বেশি বেশি অনুশীলন করুন
উল্লিখিত বিষয়গুলো বাসায় আয়নার সামনে কিংবা বন্ধু, ছোট ভাইদের সহায়তায় বারবার মক ভাইভা দিন। ভুলগুলো নোট এবং সংশোধন করুন। যত বেশি অনুশীলন করবেন, ভাইভা বোর্ডে তত বেশি সুবিধা পাবেন। ভাইভা অনেকটা ভাগ্যের ব্যাপার, তাই স্রষ্টার কাছে সাহায্য চান এবং নিজের ওপর ভরসা রাখুন। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগেডাক অধিদপ্তরের অধীন রাজশাহী পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৮ ধরনের শূন্য পদে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৩ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ নিয়োগে বিশ্ববিদ্যালয়টির ১০ ধরনের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
১ দিন আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রতিষ্ঠানটির দুটি শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
১ দিন আগে