কর্মসূচি সংগঠক নেবে ব্র্যাক, নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

চাকরি ডেস্ক
Thumbnail image

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিভাগের শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম।
পদের নাম ও সংখ্যা: কর্মসূচি সংগঠক (ইউপিজি), নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন স্বীকৃত  শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার/লাইভষ্টক। প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোন প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতিদরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকুল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: নির্ধারিত নয়। তবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা ও অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর, ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত