আনিসুল ইসলাম নাঈম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বর। এই পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ১০টি পরামর্শ তুলে ধরেছেন ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার (সমাজকর্ম) পাওয়া মো. মাসুম কামাল।
■ বিগত ৫ বছরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। প্রশ্ন অনেক সময় রিপিট হয়। তাই কিছু প্রশ্ন কমন পাওয়া যেতে পারে।
■ বিসিএসের বিগত প্রশ্ন থেকে বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং গণিত অংশ ব্যাখ্যাসহ ভালো করে পড়তে হবে। অনেক সময় এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাওয়া যায়। বিসিএসের বিগত প্রশ্ন ভালোভাবে পড়তে পারলে আপনার অর্ধেক প্রস্তুতি হয়ে যাবে। তাই এটা অবশ্যই ভালোভাবে সম্পন্ন করুন।
■ বাংলার প্রস্তুতির ক্ষেত্রে ৯ম-১০ম শ্রেণির বোর্ড বই থেকে বর্ণ, ধ্বনি, শব্দ (সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, অর্থাৎ শব্দ-সম্পর্কিত সব টপিক) সন্ধি, প্রত্যয়, কারক, সমাস, ক্রিয়ার কাল, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বাক্য, পদ, উপসর্গ, বিরাম চিহ্ন, বানান শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, বাগধারা খুব ভালো করে পড়ুন। পাশাপাশি কোনো গাইড বই থেকে সংশ্লিষ্ট টপিকগুলোর এমসিকিউ প্রশ্ন অবশ্যই ভালো করে সমাধান করুন। সাহিত্যের যুগ বিভাগ, গুরুত্বপূর্ণ সাহিত্যিকের রচনাগুলো ভালো করে পড়ে যেকোনো গাইড বই থেকে বিগত চাকরির পরীক্ষার এমসিকিউ প্রশ্ন সমাধান করুন।
■ ইংরেজির ক্ষেত্রে Number, Gender, Countable-Uncountable noun, Article, Preposition, Group verbs, Correct Spelling, One Word Substitutions, Synonym Antonym, Translation-এর বিগত বছরের চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে পড়ুন। কারণ, এখান থেকে প্রশ্ন আসবেই। Tense, Right form of verbs, Subject Verb Agreement, Voice, Narration, Parts of Speech identification-এর নিয়মগুলো ভালো করে পড়ুন। প্রয়োজনে কোনো বন্ধু, শিক্ষক বা ইউটিউবের সহায়তা নিন। এ টপিকগুলো থেকে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো Practice করুন।
■ গণিতের জন্য বাজারের কোনো গাইড বই থেকে বাস্তব সংখ্যা, লসাগু-গসাগু, ভগ্নাংশ-দশমিক ভগ্নাংশ, ঐকিক নিয়ম, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-সমানুপাত, বীজগাণিতিক রাশি, উৎপাদক, লগ ও সূচক, ধারার সাধারণ নিয়ম, জ্যামিতি থেকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, পরিমাপের সূত্র এবং বেসিক নিয়মের অঙ্কগুলো ভালো করে করুন। বিগত বছরের চাকরির পরীক্ষার অঙ্কগুলো অনুশীলন করুন। গণিতের ক্ষেত্রে ছোট ও সহজ নিয়মের অঙ্কগুলো বেশি করে করুন। কারণ খুব কঠিন অঙ্ক এখানে আসে না।
■ বাংলাদেশ বিষয়াবলির জন্য ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা, বাংলাদেশের ভূ-প্রকৃতি, সীমানা, সরকারব্যবস্থা, সংবিধানের বিগত প্রশ্ন, নদ-নদী, পত্রিকা, সরকারের বিভিন্ন অর্জন, যেমন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু ও অন্যান্য সাম্প্রতিক অর্জন ভালো করে পড়ুন।
■ আন্তর্জাতিক বিষয়াবলির জন্য মহাদেশ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ দেশ, যেমন ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া-ইউক্রেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন সংস্থা ও সদর দপ্তরসহ বিভিন্ন দিবস পড়তে হবে। গত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ ঘটনা পড়তে হবে।
■ কম্পিউটার, বিজ্ঞান, ভূগোল খুব বেশি আসে না। বিগত বিসিএসের প্রশ্নগুলো পড়লেই হবে।
■ সম্ভব হলে বাজারের কোনো গাইড বই থেকে মডেল টেস্ট দিন। অথবা ফেসবুকে বিভিন্ন জব গ্রুপে পরীক্ষা দিন। এতে সময় ব্যবস্থাপনা ঠিক হবে এবং ভুল কমবে।
প্রস্তুতি নিতে থাকুন। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বর। এই পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ১০টি পরামর্শ তুলে ধরেছেন ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার (সমাজকর্ম) পাওয়া মো. মাসুম কামাল।
■ বিগত ৫ বছরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। প্রশ্ন অনেক সময় রিপিট হয়। তাই কিছু প্রশ্ন কমন পাওয়া যেতে পারে।
■ বিসিএসের বিগত প্রশ্ন থেকে বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং গণিত অংশ ব্যাখ্যাসহ ভালো করে পড়তে হবে। অনেক সময় এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাওয়া যায়। বিসিএসের বিগত প্রশ্ন ভালোভাবে পড়তে পারলে আপনার অর্ধেক প্রস্তুতি হয়ে যাবে। তাই এটা অবশ্যই ভালোভাবে সম্পন্ন করুন।
■ বাংলার প্রস্তুতির ক্ষেত্রে ৯ম-১০ম শ্রেণির বোর্ড বই থেকে বর্ণ, ধ্বনি, শব্দ (সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, অর্থাৎ শব্দ-সম্পর্কিত সব টপিক) সন্ধি, প্রত্যয়, কারক, সমাস, ক্রিয়ার কাল, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বাক্য, পদ, উপসর্গ, বিরাম চিহ্ন, বানান শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, বাগধারা খুব ভালো করে পড়ুন। পাশাপাশি কোনো গাইড বই থেকে সংশ্লিষ্ট টপিকগুলোর এমসিকিউ প্রশ্ন অবশ্যই ভালো করে সমাধান করুন। সাহিত্যের যুগ বিভাগ, গুরুত্বপূর্ণ সাহিত্যিকের রচনাগুলো ভালো করে পড়ে যেকোনো গাইড বই থেকে বিগত চাকরির পরীক্ষার এমসিকিউ প্রশ্ন সমাধান করুন।
■ ইংরেজির ক্ষেত্রে Number, Gender, Countable-Uncountable noun, Article, Preposition, Group verbs, Correct Spelling, One Word Substitutions, Synonym Antonym, Translation-এর বিগত বছরের চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে পড়ুন। কারণ, এখান থেকে প্রশ্ন আসবেই। Tense, Right form of verbs, Subject Verb Agreement, Voice, Narration, Parts of Speech identification-এর নিয়মগুলো ভালো করে পড়ুন। প্রয়োজনে কোনো বন্ধু, শিক্ষক বা ইউটিউবের সহায়তা নিন। এ টপিকগুলো থেকে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো Practice করুন।
■ গণিতের জন্য বাজারের কোনো গাইড বই থেকে বাস্তব সংখ্যা, লসাগু-গসাগু, ভগ্নাংশ-দশমিক ভগ্নাংশ, ঐকিক নিয়ম, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-সমানুপাত, বীজগাণিতিক রাশি, উৎপাদক, লগ ও সূচক, ধারার সাধারণ নিয়ম, জ্যামিতি থেকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, পরিমাপের সূত্র এবং বেসিক নিয়মের অঙ্কগুলো ভালো করে করুন। বিগত বছরের চাকরির পরীক্ষার অঙ্কগুলো অনুশীলন করুন। গণিতের ক্ষেত্রে ছোট ও সহজ নিয়মের অঙ্কগুলো বেশি করে করুন। কারণ খুব কঠিন অঙ্ক এখানে আসে না।
■ বাংলাদেশ বিষয়াবলির জন্য ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা, বাংলাদেশের ভূ-প্রকৃতি, সীমানা, সরকারব্যবস্থা, সংবিধানের বিগত প্রশ্ন, নদ-নদী, পত্রিকা, সরকারের বিভিন্ন অর্জন, যেমন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু ও অন্যান্য সাম্প্রতিক অর্জন ভালো করে পড়ুন।
■ আন্তর্জাতিক বিষয়াবলির জন্য মহাদেশ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ দেশ, যেমন ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া-ইউক্রেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন সংস্থা ও সদর দপ্তরসহ বিভিন্ন দিবস পড়তে হবে। গত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ ঘটনা পড়তে হবে।
■ কম্পিউটার, বিজ্ঞান, ভূগোল খুব বেশি আসে না। বিগত বিসিএসের প্রশ্নগুলো পড়লেই হবে।
■ সম্ভব হলে বাজারের কোনো গাইড বই থেকে মডেল টেস্ট দিন। অথবা ফেসবুকে বিভিন্ন জব গ্রুপে পরীক্ষা দিন। এতে সময় ব্যবস্থাপনা ঠিক হবে এবং ভুল কমবে।
প্রস্তুতি নিতে থাকুন। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশি হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘রিজিওনাল ইন্টারনাল অডিটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
২৭ মিনিট আগেবান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয়ে চারটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
১ দিন আগে৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। আজ বুধবার সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২ দিন আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস (ওটিএ)। প্রতিষ্ঠানটিতে অফিসারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
৩ দিন আগে