সম্প্রতি ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো নম্বর পেতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের কৃষি ক্যাডার কৃষিবিদ এম এ মান্নান।
আন্তর্জাতিক বিষয়াবলিতে অধ্যায় আছে পাঁচটি। প্রতিটি অধ্যায় থেকে ৪ নম্বর করে পাওয়া যায়। কোনো কোনো অধ্যায় থেকে ৪-এর বেশি, আবার কোনো কোনো অধ্যায় থেকে ৪-এর কম প্রশ্নও থাকে। যে অধ্যায় থেকে ৪টির বেশি প্রশ্ন থাকে, সেটি বেশি গুরুত্বপূর্ণ। যে অধ্যায় থেকে ৪টির কম প্রশ্ন থাকে, সেটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ।
পিএসসির সিলেবাস অনুয়ায়ী ৩৫-৪৫তম বিসিএসের প্রশ্নের বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো—
■ বিগত পরীক্ষায় বৈশ্বিক ইতিহাস-(দেশ, মহাদেশ), আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক পরিবেশগত ঘটনা, আন্তর্জাতিক নিরাপত্তা (চুক্তি, যুদ্ধ, সামরিক) ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রশ্ন এসেছে।
■ আরও গভীরভাবে আন্তর্জাতিক বিষয়াবলির বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, মহাদেশ বা দেশভিত্তিক আলোচনা এবং আন্তর্জাতিক সংগঠন থেকেই পরীক্ষায় বেশির ভাগ প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিষয়াবলি থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মহাদেশভিত্তিক আলোচনায়।
মহাদেশভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ
■ এশিয়া মহাদেশ: প্রথমে এশিয়া মহাদেশ জানব। ১০-৪৫তম বিসিএস পরীক্ষায় এশিয়া মহাদেশ থেকে যেসব প্রশ্ন এসেছে, তার তথ্য বিশ্লেষণ করব। এর মধ্যে চীন, ভারত, মিয়ানমার, জাপান, আফগানিস্তান, ইরান, ইরাক, ইসরায়েল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল —এই দেশগুলো থেকে বিভিন্ন তথ্য জানব। এর মধ্যে চীন ও ভারত বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
■ ইউরোপ মহাদেশ: যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ইতালি, ফ্রান্স—এই দেশগুলো সম্পর্কে বিশদভাবে জানতে হবে। তবে যুক্তরাজ্য ও রাশিয়া বেশি গুরুত্বপূর্ণ।
■ আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও মিসর গুরুত্বপূর্ণ। এ ছাড়া উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সংগঠন থেকে—
এবার আন্তর্জাতিক বিষয়াবলির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক সংগঠন। ১০-৪৫তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক সংগঠন থেকে যতগুলো প্রশ্ন বিসিএস পরীক্ষায় এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে জাতিসংঘ থেকে। জাতিসংঘ ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এ ছাড়া সার্ক, ন্যাম ও আইসি, ইইউ, ন্যাটো, এশিয়ান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওপেক, আরব লীগ, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনাল, জিসিসি, এডিবি, ডি-৮, জি-৭, জি-২০, ইউএনডিপি, কমনওয়েলথ, এনডিবি, বিমসটেক, সিরডাপ, অক্সফাম ইন্টারন্যাশনাল, আইডিবি, ডব্লিউটিও।
পরিবেশগত ঘটনা
১০-৪৫তম বিসিএস পরীক্ষায় পরিবেশগত ইস্যু থেকে বেশ কিছু প্রশ্ন বিসিএস পরীক্ষায় এসেছে। এর মধ্যে গ্রিনহাউস, বায়ুর উপাদান, স্তর, পরিবেশবাদী সংগঠন, কিয়োটা, মন্ট্রিল প্রটোকল এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ ছাড়া চুক্তি থেকে বিগত বছরে মোট ১৮টি প্রশ্ন এসেছে। এর মধ্যে ডেটন চুক্তি থেকে ২টি, তাসখন্দ চুক্তি ২টি, ক্যাম্প ডেভিট ২টি, SALT 2, START2—এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, ওয়াটার ল্যু যুদ্ধ।
সাম্প্রতিক তথ্য
সাম্প্রতিক থেকে প্রতি পরীক্ষায় ১ বা ২টি প্রশ্ন থাকে। এ জন্য খেলাধুলা, বিভিন্ন সূচক/প্রতিবেদন, সম্মেলন, সদস্য, সাম্প্রতিক আলোচিত বিষয় পড়তে হবে।
অনুলিখন: জেলি খাতুন
সম্প্রতি ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো নম্বর পেতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের কৃষি ক্যাডার কৃষিবিদ এম এ মান্নান।
আন্তর্জাতিক বিষয়াবলিতে অধ্যায় আছে পাঁচটি। প্রতিটি অধ্যায় থেকে ৪ নম্বর করে পাওয়া যায়। কোনো কোনো অধ্যায় থেকে ৪-এর বেশি, আবার কোনো কোনো অধ্যায় থেকে ৪-এর কম প্রশ্নও থাকে। যে অধ্যায় থেকে ৪টির বেশি প্রশ্ন থাকে, সেটি বেশি গুরুত্বপূর্ণ। যে অধ্যায় থেকে ৪টির কম প্রশ্ন থাকে, সেটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ।
পিএসসির সিলেবাস অনুয়ায়ী ৩৫-৪৫তম বিসিএসের প্রশ্নের বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো—
■ বিগত পরীক্ষায় বৈশ্বিক ইতিহাস-(দেশ, মহাদেশ), আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক পরিবেশগত ঘটনা, আন্তর্জাতিক নিরাপত্তা (চুক্তি, যুদ্ধ, সামরিক) ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রশ্ন এসেছে।
■ আরও গভীরভাবে আন্তর্জাতিক বিষয়াবলির বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, মহাদেশ বা দেশভিত্তিক আলোচনা এবং আন্তর্জাতিক সংগঠন থেকেই পরীক্ষায় বেশির ভাগ প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিষয়াবলি থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মহাদেশভিত্তিক আলোচনায়।
মহাদেশভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ
■ এশিয়া মহাদেশ: প্রথমে এশিয়া মহাদেশ জানব। ১০-৪৫তম বিসিএস পরীক্ষায় এশিয়া মহাদেশ থেকে যেসব প্রশ্ন এসেছে, তার তথ্য বিশ্লেষণ করব। এর মধ্যে চীন, ভারত, মিয়ানমার, জাপান, আফগানিস্তান, ইরান, ইরাক, ইসরায়েল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল —এই দেশগুলো থেকে বিভিন্ন তথ্য জানব। এর মধ্যে চীন ও ভারত বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
■ ইউরোপ মহাদেশ: যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ইতালি, ফ্রান্স—এই দেশগুলো সম্পর্কে বিশদভাবে জানতে হবে। তবে যুক্তরাজ্য ও রাশিয়া বেশি গুরুত্বপূর্ণ।
■ আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও মিসর গুরুত্বপূর্ণ। এ ছাড়া উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সংগঠন থেকে—
এবার আন্তর্জাতিক বিষয়াবলির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক সংগঠন। ১০-৪৫তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক সংগঠন থেকে যতগুলো প্রশ্ন বিসিএস পরীক্ষায় এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে জাতিসংঘ থেকে। জাতিসংঘ ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এ ছাড়া সার্ক, ন্যাম ও আইসি, ইইউ, ন্যাটো, এশিয়ান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওপেক, আরব লীগ, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনাল, জিসিসি, এডিবি, ডি-৮, জি-৭, জি-২০, ইউএনডিপি, কমনওয়েলথ, এনডিবি, বিমসটেক, সিরডাপ, অক্সফাম ইন্টারন্যাশনাল, আইডিবি, ডব্লিউটিও।
পরিবেশগত ঘটনা
১০-৪৫তম বিসিএস পরীক্ষায় পরিবেশগত ইস্যু থেকে বেশ কিছু প্রশ্ন বিসিএস পরীক্ষায় এসেছে। এর মধ্যে গ্রিনহাউস, বায়ুর উপাদান, স্তর, পরিবেশবাদী সংগঠন, কিয়োটা, মন্ট্রিল প্রটোকল এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ ছাড়া চুক্তি থেকে বিগত বছরে মোট ১৮টি প্রশ্ন এসেছে। এর মধ্যে ডেটন চুক্তি থেকে ২টি, তাসখন্দ চুক্তি ২টি, ক্যাম্প ডেভিট ২টি, SALT 2, START2—এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, ওয়াটার ল্যু যুদ্ধ।
সাম্প্রতিক তথ্য
সাম্প্রতিক থেকে প্রতি পরীক্ষায় ১ বা ২টি প্রশ্ন থাকে। এ জন্য খেলাধুলা, বিভিন্ন সূচক/প্রতিবেদন, সম্মেলন, সদস্য, সাম্প্রতিক আলোচিত বিষয় পড়তে হবে।
অনুলিখন: জেলি খাতুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
১ দিন আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
২ দিন আগেবাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
২ দিন আগে