লক্ষ্মীপুর ও ফরিদপুরে পল্লী বিদ্যুতে ১১৪ জনের চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৬: ০০
আপডেট : ০২ জুন ২০২৩, ১৬: ৫৪

লক্ষ্মীপুর ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে লক্ষ্মীপুর পবিসে ৬৯ এবং ফরিদপুর পবিসে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানদ্বয়ের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠান: লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি
পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার
পদের সংখ্যা: ৬৯টি
চাকরির ধরন: এক বছরের জন্য চুক্তিভিত্তিক

জেলা কোটা: লক্ষ্মীপুর জেলা বা লক্ষ্মীপুর পবিসের ভৌগোলিক এলাকা এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা নাগরিকেরা আবেদন করতে পারবেন না। তবে মেহেন্দীগঞ্জ উপজেলার অন্য ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠান: ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার

পদের সংখ্যা: ৪৫টি

জেলা কোটা: মোহাম্মদপুর ও পলাশবাড়িয়া ইউনিয়ন, ফরিদপুর জেলার সব উপজেলা, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া, জয়পুর ও শালনগর ইউনিয়ন এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমপুর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নে স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 

চাকরির ধরন: এই দুই পবিসের অধীনে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। 

বেতন-ভাতা: পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনুযায়ী মাসিক মূল বেতন ১৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া অন্য ভাতা দেওয়া হবে। 

যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়ায় (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) দক্ষতা থাকতে হবে। এ ছাড়া নিরাপত্তা জামানত হিসাবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দেওয়ার সামর্থ্য থাকতে হবে। 

বয়স: ২৫ মে ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ওপরে দেওয়া সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। নিজ নিজ ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে নিয়োগের বিস্তারিত তথ্য জানা যাবে। 

আবেদন ফি: অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে ১১২ টাকা পরীক্ষার ফি হিসেবে জমা দিতে হবে। 

আবেদনের শেষ তারিখ: দুই পবিসেরই অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৩। 

সূত্র: বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত