Ajker Patrika

৪০ তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগ জটিলতা কাটল ৪ হাজার ৩২২ পদে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪০ তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগ জটিলতা কাটল ৪ হাজার ৩২২ পদে 

৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা। 

ব্যারিস্টার রাগিব রউফ বলেন, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। তবে এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। ওই সময় তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়াররা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন। 

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডি আপিল দায়ের করলে চেম্বার আদালত তাতে স্থিতাবস্থা জারি করেন। চেম্বার আদালতের আদেশের ফলে ৪ হাজার ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আটকে যায়। 

রাগিব রউফ আরও বলেন, এলজিইডির বাইরে থাকা অন্যান্য বিভাগের ২২৫ জনও আপিল বিভাগে পক্ষভুক্ত হন। শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। এ ছাড়া তাদের বিষয়ে জারি করা রুল ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে বাকি ৪ হাজার ৩২২ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত