নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
ব্যারিস্টার রাগিব রউফ বলেন, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। তবে এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। ওই সময় তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়াররা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন।
পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডি আপিল দায়ের করলে চেম্বার আদালত তাতে স্থিতাবস্থা জারি করেন। চেম্বার আদালতের আদেশের ফলে ৪ হাজার ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আটকে যায়।
রাগিব রউফ আরও বলেন, এলজিইডির বাইরে থাকা অন্যান্য বিভাগের ২২৫ জনও আপিল বিভাগে পক্ষভুক্ত হন। শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। এ ছাড়া তাদের বিষয়ে জারি করা রুল ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে বাকি ৪ হাজার ৩২২ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না।
৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
ব্যারিস্টার রাগিব রউফ বলেন, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। তবে এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। ওই সময় তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়াররা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন।
পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডি আপিল দায়ের করলে চেম্বার আদালত তাতে স্থিতাবস্থা জারি করেন। চেম্বার আদালতের আদেশের ফলে ৪ হাজার ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আটকে যায়।
রাগিব রউফ আরও বলেন, এলজিইডির বাইরে থাকা অন্যান্য বিভাগের ২২৫ জনও আপিল বিভাগে পক্ষভুক্ত হন। শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। এ ছাড়া তাদের বিষয়ে জারি করা রুল ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে বাকি ৪ হাজার ৩২২ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না।
মৎস্য অধিদপ্তরের ৮টি পদে ৫৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৫ ধরনের শূন্য পদে ৬০ জন নিয়োগ দেওয়া হবে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
২ ঘণ্টা আগেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
২ দিন আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
২ দিন আগে