Ajker Patrika

প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২: ৪৬
প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন

শানিরুল ইসলাম শাওন ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) প্রথম হয়েছেন। তাঁর শৈশব ও বেড়ে ওঠা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। তিনি ২০১১ সালে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১৩ সালে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে অ্যাপারেলস ইঞ্জিনিয়ারিং পাস করেন। ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হওয়ার পেছনের গল্প জানিয়েছেন তিনি।

বিশ্বাসই হচ্ছিল না প্রথম হয়েছি! স্বপ্নের মতো লাগছিল! তালিকায় প্রথম হয়েছি দেখে চোখ কচলে নিচ্ছিলাম। কয়েকবার মেলানোর পর নিশ্চিত হয়েছি।

স্বপ্ন দেখার শুরুর পথচলা
স্নাতক চলাকালে বিসিএস দেওয়ার তেমন কোনো পরিকল্পনা ছিল না। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং শেষ করে নিজের ফিল্ডে চাকরি করব। কিন্তু স্নাতক শেষে পরিবারের সবাই অনুরোধ করলেন বিসিএস দেওয়ার জন্য। ২০১৯ সালের জুনে বিএসসি সম্পন্ন হয়। এরপর সিদ্ধান্ত নেই বিসিএস দেওয়ার।

যেভাবে প্রস্তুতি নিয়েছি
স্নাতক শেষ করার পর ঢাকায় একটি কোচিংয়ে ক্লাস করেছি। ৬০ শতাংশ ক্লাস করার পর কোভিডের জন্য সবকিছু বন্ধ হয়ে যায়। বাহিরে বের হওয়া পর্যন্ত যেত না। বাসায় বসে না থেকে সময়টাকে কাজে লাগাতে বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নেওয়া শুরু করি। তখন থেকে বাসায় নিজে নিজেই পড়ি। বাজারে প্রচলিত নিজের পছন্দ অনুযায়ী বই কিনে পড়ি। ‘এক বই বারবার পড়া’ এই নীতিটা ফলো করি। এক বই একাধিকবার পড়ার পর আলাদা সহায়ক বই পড়ার চেষ্টা করেছি। এ ছাড়া বিগত বিসিএসের প্রশ্ন সমাধান করা এবং অন্যান্য চাকরির প্রশ্ন জব সল্যুশন থেকে একাধিকবার পড়েছি। পাশাপাশি নিয়মিত ভোকাবুলারি অনুশীলন করেছি। কারণ এগুলো সহজে মনে থাকে না!

যাঁদের অনুপ্রেরণা পেয়েছি
আমার পরিবার ও প্রিয়জন, কাছের কিছু বন্ধুবান্ধব আমাকে সর্বদা অনুপ্রেরণা দিয়েছেন। এমনকি আমার আত্মীয়, শিক্ষক, পাড়া-প্রতিবেশীরা সব সময় আমাকে দোয়া ও উৎসাহ জুগিয়েছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।

বাধার সম্মুখীন হতে হয়নি
চার বছরের দীর্ঘ বিসিএস যাত্রায় উল্লেখযোগ্য কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। তবে এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন আমার বেকার অবস্থায় মাসের পর মাস পার করাটা কিছুটা হলেও মনের ওপর চাপ প্রয়োগ করত। তবে মা সব সময় সান্ত্বনা দিতেন। বলতেন, ধৈর্য ধরো, দেখবে আল্লাহ সব দেবেন একসময়।

প্রস্তুতিতে প্রযুক্তির ব্যবহার
বিসিএসের প্রস্তুতিতে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো ভূমিকা রাখতে পারে। না জানা এবং কঠিন বিষয়গুলোর ওপর আমি বিভিন্ন পেজ, গ্রুপ, ইউটিউবে অনেক নোটস ও ভিডিও পেয়েছি। এগুলো নিঃসন্দেহে অনেক তথ্য জোগায়, দুর্বোধ্য বিষয় বোধগম্য করা এবং আমার উন্নতিতে সহায়তা করেছে। নতুনরাও এ থেকে সহায়তা নিতে পারেন। অহেতুক ফেসবুকিং বা ইউটিউবে মুভি-ড্রামা না দেখে আপাতত কিছুদিন বিভিন্ন চাকরির প্রস্তুতি সম্পর্কিত গ্রুপ ও পেজে রেগুলার ঢুঁ মারা উচিত। পাশাপাশি কোনো বিষয় বা টপিক জানতে চাইলে প্রযুক্তির সহায়তা নিতে পারেন।

নতুনদের জন্য পরামর্শ 
নতুনরা যাঁরা বিসিএস দেবেন, তাঁরা অবশ্যই বিসিএসের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন। তবে কয়েকটা বিষয় মাথায় রাখলে ভালো হবে—অবশ্যই বিভাগীয় বিষয়ে পর্যাপ্ত পড়া উচিত। বিসিএসের লক্ষ্যে নিজের বিষয়ের পড়া একপাশে ফেলে রেখে চাকরির প্রস্তুতি কোনোভাবেই ভালো কিছু নয়।

  • বিসিএসের প্রস্তুতি অন্যান্য চাকরির প্রস্তুতিও অনেকাংশেই পূরণ করে। তাই গুছিয়ে পড়ার চেষ্টা করা উচিত। আর বিসিএসের বিকল্প হিসেবে অন্য চাকরির পরিকল্পনা মাথায় রাখতে হবে, যেমন গ্যাস ফিল্ড, বিএসটিআই, বেবিচক, ব্যাংক জব ইত্যাদি।
  • প্রস্তুতি নেওয়ার সময় একদম মন দিয়ে কয়েক মাস পড়বেন। যাতে একবারের এই কয়েক মাসের কষ্ট আপনার সারা জীবনের জন্য একটি নিরাপদ ও সুখী ক্যারিয়ার গড়ার উৎস হতে পারে।
  • সর্বোপরি নিজের প্রতি ও নিজের চেষ্টার প্রতি সৎ থাকবেন, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখবেন। নিজের স্ট্রং জোনকে (যেমন হতে পারে কারও বেলায় সুন্দর হাতের লেখা, কারও বেলায় প্যারা আকারে লেখা বা সুন্দর হেডিং ব্যবহার করা, কারও ইংরেজিতে দক্ষতা, কারও সুন্দর ম্যাপ আঁকতে পারা ইত্যাদি) সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবেন।

অনুলিখন: আনিসুল ইসলাম নাইম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত