জনবল নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

চাকরি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১০: ৫৩
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১: ০৩

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির বিভিন্ন শূন্য পদে ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: ৩৭টি 
বেতন: ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর 
পদের সংখ্যা: ২টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডেটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী 
পদের সংখ্যা: ১০টি 
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি অন্তত ২০ শব্দ থাকতে হবে। 

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আর ১৮ বছরের কম বয়সের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডেটা এন্ট্রি অপারেটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদের ক্ষেত্রে ফরিদপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, জয়পুরহাট, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: প্রার্থীকে টেলিটকের যেকোনো মোবাইল নম্বর থেকে ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা এবং ২ ও ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২২৩ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে এখানে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected]—এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর, ২০২৩ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। 

সূত্র: বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত