Ajker Patrika

চাকরি দেবে স্থাপত্য অধিদপ্তর, পদ ৩০

চাকরি ডেস্ক
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২: ৫১
চাকরি দেবে স্থাপত্য অধিদপ্তর, পদ ৩০

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থাপত্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের ৫ ক্যাটাগরির পদে ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: লাইব্রেরিয়ান
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক ও টেলিকমিউনিকেশন কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: গাড়িচালক
পদের সংখ্যা: ১টি
মাসিক বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যু করা বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স/হালকা লাইসেন্স) ভারী বা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

পদের নাম: সহকারী মডেল মেকার
পদের সংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই বছরমেয়াদি সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছরের অভিজ্ঞতা।

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ২৪টি
মাসিক বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জেলা কোটা: ১ থেকে ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠী এবং হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ৪ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে মাদারীপুর, জামালপুর, শেরপুর, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝালকাঠী, বরগুনা এবং পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১০ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা ও সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা, ২ ও ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 

পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে এই http: //architecture.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ সময় ৩১ আগস্ট ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত