মুসাররাত আবির
স্কুল-কলেজে পড়াশোনার সময় আমরা একটা কথা প্রায়ই শুনতাম, ‘এখন একটু মন দিয়ে পড়াশোনা করো, বিশ্ববিদ্যালয়ে তেমন পড়াশোনার চাপ নেই’! কিন্তু বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করার সঙ্গে সঙ্গে দেখা গেল, দুদিন পরপর কুইজ, তারপর মিডটার্ম আর মিডটার্মের ফল হতে না হতেই সেমিস্টার ফাইনাল শুরু। আর মাঝখানে নানা অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশনের ঝক্কি-ঝামেলা তো থাকেই।
স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও একই দশা। আজকে এই বিষয়ের ওপর বাড়ির কাজ, তো কাল আরেক বিষয়ের ওপর। এত কিছুর ওপর লাগাম টেনে রাখাও মুশকিল। তাই আজকে আমরা এমন ৫টি প্ল্যানার অ্যাপ সম্পর্কে জানব, যেগুলো আপনার বাড়ির কাজ নোট করার পাশাপাশি গুগল ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে কবে কোন বিষয়ের পরীক্ষা আছে, সেটারও নোটিফিকেশন দেবে।
পাওয়ার প্ল্যানার
অ্যাপটিতে ক্লাস রুটিন লিখে ট্র্যাক করা যাবে। কোন সময়ে কোন ক্লাস, সেটা নোটিফিকেশন বারে জানান দেবে। কোর্স বা বিষয়গুলো রঙের ভিত্তিতে আলাদা করা যাবে। এমনকি শিক্ষকদের ফোন নম্বর বা ই-মেইল অ্যাড্রেসও লিখে রাখা যাবে। গুগল ক্যালেন্ডারের সঙ্গে এই অ্যাপ যুক্ত থাকায় পরীক্ষার আগের দিন আপনাকে সতর্কও করে দেওয়া হবে।
তা ছাড়া এ অ্যাপ আপনাকে আপনার সিজিপিএও হিসাব করতে সাহায্য করবে। আপনার কোনো সেমিস্টারে কোন কোর্স আছে, কোন দিন কোন বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, পরীক্ষার রুটিন—সবকিছুই ট্র্যাক করতে পারবেন।
এই অ্যাপে থাকা টু-ডু লিস্টের
মাধ্যমে কোন টাস্ক কতটুকু শেষ হয়েছে—সেটাও ট্র্যাক করা যাবে। এভাবে অ্যাসাইনমেন্ট বা পড়াশোনার অগ্রগতি কত দূর, তা হিসাব করতে পারবেন। এতে অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি ডেস্কটপ ভার্সনও পাওয়া যাবে।
মাই হোমওয়ার্ক
মাই হোমওয়ার্ক প্ল্যানার অ্যাপটিতে ক্লাস, বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা—সবকিছুই ট্র্যাক করা যাবে। এখানে থাকা রিমাইন্ডার নোটিফিকেশনের মাধ্যমে বাড়ির কাজ বা পরীক্ষার আগে সতর্কবার্তা পেয়ে যাবেন। চাইলে বছরে ৪ দশমিক ৯৯ ডলারের বিনিময় প্রিমিয়াম ভার্সনও কিনতে পারবেন। প্রিমিয়াম ভার্সনের সুবিধা হলো, এতে ফাইল যুক্ত করার পাশাপাশি এক্সটার্নাল ক্যালেন্ডার থাকবে, প্ল্যানার অন্যের সঙ্গে শেয়ারও করতে পারবেন এবং হোমওয়ার্কের সফটকপি সংরক্ষণ করা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ—এই অ্যাপের তিনটি ভার্সনই রয়েছে।
মাই স্টাডি লাইফ
আগের দুটো অ্যাপের মতো এতেও একই সুবিধা রয়েছে। তবে এই অ্যাপের ডেটা ক্লাউড স্টোরে সংরক্ষিত থাকার কারণে আপনি যেকোনো ডিভাইসেই আগের ডেটা ব্যবহার করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপেরও অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ—তিনটি ভার্সনই রয়েছে।
ই-এজেন্ডা
ই-এজেন্ডা অ্যাপটিতে আপনি কোনোরকম সাবস্ক্রিপশন কেনা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এখানে আছে খুব সহজেই ক্লাসের শিডিউল এবং টাস্ক গুছিয়ে রাখা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই জায়গাতে অ্যাপটি পেয়ে যাবেন।
চিপ্পার
চিপ্পার শুধু একাডেমিক শিডিউলই না, আপনি যদি পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করেন, তাহলে সেই চাকরির শিডিউল, মিটিং শিডিউল, অ্যাপয়েনমেন্ট—সবকিছুরই ট্র্যাক রাখতে পারবেন। এই অ্যাপে বিল্ট-ইন পমোডোরো স্টাডি টাইমার থাকায় পড়াশোনার ধরনটাও একটু সহজ হয়ে যায়। তবে এর সবচেয়ে মজার ফিচার হলো, আপনি দিনে কত ঘণ্টা পড়ছেন, সেটার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আপনার বেতন কত হতে পারে, তার হিসাবও দেখাবে। এই অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনই আছে।
সূত্র: ই-স্টাডি হ্যাকস
স্কুল-কলেজে পড়াশোনার সময় আমরা একটা কথা প্রায়ই শুনতাম, ‘এখন একটু মন দিয়ে পড়াশোনা করো, বিশ্ববিদ্যালয়ে তেমন পড়াশোনার চাপ নেই’! কিন্তু বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করার সঙ্গে সঙ্গে দেখা গেল, দুদিন পরপর কুইজ, তারপর মিডটার্ম আর মিডটার্মের ফল হতে না হতেই সেমিস্টার ফাইনাল শুরু। আর মাঝখানে নানা অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশনের ঝক্কি-ঝামেলা তো থাকেই।
স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও একই দশা। আজকে এই বিষয়ের ওপর বাড়ির কাজ, তো কাল আরেক বিষয়ের ওপর। এত কিছুর ওপর লাগাম টেনে রাখাও মুশকিল। তাই আজকে আমরা এমন ৫টি প্ল্যানার অ্যাপ সম্পর্কে জানব, যেগুলো আপনার বাড়ির কাজ নোট করার পাশাপাশি গুগল ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে কবে কোন বিষয়ের পরীক্ষা আছে, সেটারও নোটিফিকেশন দেবে।
পাওয়ার প্ল্যানার
অ্যাপটিতে ক্লাস রুটিন লিখে ট্র্যাক করা যাবে। কোন সময়ে কোন ক্লাস, সেটা নোটিফিকেশন বারে জানান দেবে। কোর্স বা বিষয়গুলো রঙের ভিত্তিতে আলাদা করা যাবে। এমনকি শিক্ষকদের ফোন নম্বর বা ই-মেইল অ্যাড্রেসও লিখে রাখা যাবে। গুগল ক্যালেন্ডারের সঙ্গে এই অ্যাপ যুক্ত থাকায় পরীক্ষার আগের দিন আপনাকে সতর্কও করে দেওয়া হবে।
তা ছাড়া এ অ্যাপ আপনাকে আপনার সিজিপিএও হিসাব করতে সাহায্য করবে। আপনার কোনো সেমিস্টারে কোন কোর্স আছে, কোন দিন কোন বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, পরীক্ষার রুটিন—সবকিছুই ট্র্যাক করতে পারবেন।
এই অ্যাপে থাকা টু-ডু লিস্টের
মাধ্যমে কোন টাস্ক কতটুকু শেষ হয়েছে—সেটাও ট্র্যাক করা যাবে। এভাবে অ্যাসাইনমেন্ট বা পড়াশোনার অগ্রগতি কত দূর, তা হিসাব করতে পারবেন। এতে অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি ডেস্কটপ ভার্সনও পাওয়া যাবে।
মাই হোমওয়ার্ক
মাই হোমওয়ার্ক প্ল্যানার অ্যাপটিতে ক্লাস, বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা—সবকিছুই ট্র্যাক করা যাবে। এখানে থাকা রিমাইন্ডার নোটিফিকেশনের মাধ্যমে বাড়ির কাজ বা পরীক্ষার আগে সতর্কবার্তা পেয়ে যাবেন। চাইলে বছরে ৪ দশমিক ৯৯ ডলারের বিনিময় প্রিমিয়াম ভার্সনও কিনতে পারবেন। প্রিমিয়াম ভার্সনের সুবিধা হলো, এতে ফাইল যুক্ত করার পাশাপাশি এক্সটার্নাল ক্যালেন্ডার থাকবে, প্ল্যানার অন্যের সঙ্গে শেয়ারও করতে পারবেন এবং হোমওয়ার্কের সফটকপি সংরক্ষণ করা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ—এই অ্যাপের তিনটি ভার্সনই রয়েছে।
মাই স্টাডি লাইফ
আগের দুটো অ্যাপের মতো এতেও একই সুবিধা রয়েছে। তবে এই অ্যাপের ডেটা ক্লাউড স্টোরে সংরক্ষিত থাকার কারণে আপনি যেকোনো ডিভাইসেই আগের ডেটা ব্যবহার করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপেরও অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ—তিনটি ভার্সনই রয়েছে।
ই-এজেন্ডা
ই-এজেন্ডা অ্যাপটিতে আপনি কোনোরকম সাবস্ক্রিপশন কেনা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এখানে আছে খুব সহজেই ক্লাসের শিডিউল এবং টাস্ক গুছিয়ে রাখা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই জায়গাতে অ্যাপটি পেয়ে যাবেন।
চিপ্পার
চিপ্পার শুধু একাডেমিক শিডিউলই না, আপনি যদি পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করেন, তাহলে সেই চাকরির শিডিউল, মিটিং শিডিউল, অ্যাপয়েনমেন্ট—সবকিছুরই ট্র্যাক রাখতে পারবেন। এই অ্যাপে বিল্ট-ইন পমোডোরো স্টাডি টাইমার থাকায় পড়াশোনার ধরনটাও একটু সহজ হয়ে যায়। তবে এর সবচেয়ে মজার ফিচার হলো, আপনি দিনে কত ঘণ্টা পড়ছেন, সেটার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আপনার বেতন কত হতে পারে, তার হিসাবও দেখাবে। এই অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনই আছে।
সূত্র: ই-স্টাডি হ্যাকস
ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে (ডব্লিউএফপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য ২ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠানটির কক্সবাজার অফিসে নিয়োগ পাবেন।
১৭ ঘণ্টা আগেঅর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) চার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির জিএম (প্রশাসন ও ফাইন্যান্স) মোহাম্মদ জহিরুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদমজী ইপিজেড মেডিকেল সেন্টার। প্রতিষ্ঠানটিতে ছয় ধরনের পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে (ডেসকো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে