Ajker Patrika

নমুনা ভাইভা: কক্সবাজারের দুটি প্রধান সমস্যার কথা বলো

এস এম হাসানুল বান্না 
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১০: ৩৬
নমুনা ভাইভা: কক্সবাজারের দুটি প্রধান সমস্যার কথা বলো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। তিনি ৩৮তম বিসিএসে ননক্যাডার পেলেও ৪০তম বিসিএসে ক্যাডার পেয়েছেন। তাঁর ৪০তম বিসিএসে ভাইভা হয়েছিল প্রায় ২০ মিনিট এবং সিরিয়াল ছিল ১২ নম্বরে। ক্যাডার চয়েজ সিরিয়াল অনুসারে বিসিএস প্রশাসন, শুল্ক ও আবগারি, পুলিশ, নিরীক্ষা ও হিসাব...। তার ৪০তম বিসিএস পরীক্ষার ভাইবা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি নিজেই।

এস এম হাসানুল বান্না: অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম দিলাম।

চেয়ারম্যান: সালাম গ্রহণ করে বসতে বললেন। এরপর কাগজপত্র দেখে....এস এম হাসানুল বান্না। বিখ্যাত নাম! এই নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। ওনার পরিচয় দাও?

এস এম হাসানুল বান্না: বিংশ শতকে মিশরের একজন বিখ্যাত ধর্মীয় সংস্কারক ও রাজনৈতিক দার্শনিক। প্রথম জীবনে ব্রিটিশ উপনিবেশবিরোধী অ্যাক্টিভিস্ট ছিলেন। এরপর প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্নের পর ধর্মীয় সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োজিত করেন।

চেয়ারম্যান: বিসিএস ক্যাডারের পছন্দ তালিকা বলুন।

এস এম হাসানুল বান্না: প্রথম বিসিএস প্রশাসন, দ্বিতীয় শুল্ক ও আবগারি, তৃতীয় পুলিশ, চতুর্থ নিরীক্ষা ও হিসাব...।

চেয়ারম্যান: অডিট ক্যাডারের সর্বোচ্চ পদের নাম কী?

এস এম হাসানুল বান্না: Comptroller and Auditor General (CAG) বা মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক।

চেয়ারম্যান স্যার এক্সামিনার-১ স্যারকে প্রশ্ন করতে বললেন।

এক্সামিনার-১: তোমার জেলা কোনটা?

এস এম হাসানুল বান্না: স্যার, কক্সবাজার।

এক্সামিনার-১: কক্সবাজার জেলায় সরকারের একটি বিশেষ উদ্যোগ প্রায় সম্পন্ন হয়েছে। সেটি কী?

এস এম হাসানুল বান্না: বেশ কয়েকটি উদ্যোগের কথা বলার পর স্যার নির্দিষ্ট করে আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে বললেন।

এক্সামিনার-১: আচ্ছা, আশ্রয়ণ প্রকল্প নিয়ে মিডিয়ায় যে কথাবার্তা এল, সেটি জনগণের কাছে নেতিবাচক কোনো প্রভাব ফেলেছে কি না। তোমার অভিমত কী?

এস এম হাসানুল বান্না: জলবায়ু উদ্বাস্তু গৃহহীন, ভূমিহীন ও ভাসমান মানুষের জীবনমান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প একটি অনন্য মহৎ উদ্যোগ হিসেবে জনমনে স্থান করে নিয়েছে। প্রান্তিক পর্যায়ে নির্মাণ অবহেলার কারণে মিডিয়ায় যে খবর ছড়িয়েছে, সেটিকে আমি জনগণের কাছে একটি ভুল বার্তা গিয়েছে বলব। বিচ্ছিন্ন যেসব ঘটনা সামনে এসেছে, সেসবের তদন্তের মাধ্যমে মূল ত্রুটি খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহীত পদক্ষেপ পরবর্তীতে জনমনে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করি।

এক্সামিনার-১: কক্সবাজারের দুটি প্রধান সমস্যার কথা বলো। একজন ডিসি হিসেবে সেই সব নিরসনে তুমি কীভাবে ভূমিকা রাখবে?

এস এম হাসানুল বান্না: স্যার, আমার মতে বর্তমানে কক্সবাজারের প্রধান দুটি সমস্যা হলো মাদক চোরাকারবার ও রোহিঙ্গা সংকট। ডিসি হিসেবে আমি জেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব। সে হিসেবে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় প্রতিষ্ঠা করে মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করব। জেলায় যুবসমাজের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা কর্মসূচির আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা করব। সর্বোপরি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ঐক্য প্রতিষ্ঠায় সোশ্যাল ক্যাম্পেইন জারি রাখব।

এক্সামিনার-১: মুক্তিযুদ্ধে কক্সবাজার কোন সেক্টরের অধীন ছিল।

এস এম হাসানুল বান্না: স্যার, কক্সবাজার সেক্টর-১-এর অধীনে ছিল।

এক্সামিনার-১: ১ নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন?

এস এম হাসানুল বান্না: ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম ও মেজর জিয়াউর রহমান।

এক্সামিনার-১: মেরিন ড্রাইভ সড়কের দৈর্ঘ্য কত? এর গুরুত্ব কী?

এস এম হাসানুল বান্না: মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। এটি আঞ্চলিক মহাসড়ক, বিকল্প সড়কপথ, প্রাকৃতিক সম্পদ আহরণ সহজীকরণ, এই অঞ্চলে মৎস্যশিল্পের বিকাশ ও মিয়ানমারসহ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশসমূহের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

এক্সামিনার-২: বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুফল কি আমরা পাচ্ছি? পেয়ে থাকলে কীভাবে?

এস এম হাসানুল বান্না: মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে। বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল তাদের সম্প্রচার সুবিধার জন্য ব্যান্ডউইথ ক্রয় করেছে, যে কারণে দেশের টাকা দেশেই থাকছে। তা ছাড়া এশিয়ার বেশ কিছু দেশ ব্যান্ডউইথ ক্রয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা পেতে পারি। সবচেয়ে বড় ব্যাপার হলো, দেশের দুর্যোগ ও আপৎকালীন মুহূর্তে কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সামিনার-২: সেভেন সিস্টার্স কী?

এস এম হাসানুল বান্না: স্যার, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য (অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা)কে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়।

চেয়ারম্যান: আশা করি যথেষ্ট হয়েছে। এবার তাহলে এসো।

এস এম হাসানুল বান্না: সবাইকে সালাম জানিয়ে ভাইভা কক্ষ থেকে প্রস্থান করলাম।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত