ঢাকা–৪: গেজেট প্রকাশ না করার নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯: ০৭
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৪ আসনে ১৮ কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে দেওয়া আবেদন আগামী ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা–৪ আসনের পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশির উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে অনিয়মের অভিযোগ ওঠা ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

সানজিদা খানমের আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, ঢাকা–৪ আসনের ৭৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। ভোট গণনা শেষে ফলাফলের কাগজে প্রার্থী বা তাঁর পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার বিধান থাকলেও ১৮ কেন্দ্রে তা হয়নি। অনিয়মের অভিযোগ এবং ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিল। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়। হাইকোর্ট নির্বাচন কমিশনে করা আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। আর সে পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা এখনো আদেশের কপি পাইনি। হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার পর কমিশনে উপস্থাপন করব। কমিশন যেভাবে বলবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

মঙ্গলবার শুনানির সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসূদ রুমি উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত