Ajker Patrika

নাগরিকদের ভ্রমণের শর্ত সহজ করতে চায় বাংলাদেশ ও ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নাগরিকদের ভ্রমণের শর্ত সহজ করতে চায় বাংলাদেশ ও ভারত

বাংলাদেশ ও ভারত সরকার দুই দেশে নাগরিকদের ভ্রমণের শর্ত সহজ করতে চায়। আজ বুধবার দিল্লিতে এক সংলাপে দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হন। কনস্যুলার সংলাপ শীর্ষক এ বৈঠকে কর্মকর্তারা এ ঐকমত্যে পৌঁছান। 

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল অনেক নাগরিকের ভারত সফরের ক্ষেত্রে ভিসা ও অন্যান্য জটিলতার অবসানে জোর দেয়। উভয় পক্ষ কনস্যুলার বিষয়ে দুই দেশের মধ্যে আইনি সহায়তা ও বন্দী প্রত্যার্পনসহ বিভিন্ন ব্যবস্থা কী করে জোরদার করা যায়, তাও আলোচনা করে। 

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতা ছিলেন—দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের যুগ্ম সচিব ড. আমান পুরি।

২০১৭ সালে চালু হওয়া কনস্যুলার সংলাপের চতুর্থ পর্ব এবার অনুষ্ঠিত হলো। সংলাপের পঞ্চম পর্ব পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠানের জন্য উভয় পক্ষ একমত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত