কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের টানা হামলার মুখে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক একটি সূত্র আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা জানায়।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, বিপদগ্রস্ত কর্মীদের লেবাননের সরকারের নিয়ন্ত্রণাধীন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গেও দূতাবাসের কথা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাঁদের খাবারদাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
বৈরুতের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পরও দেশটি লেবাননে হামলা অব্যাহত রাখবে, এমন ঝুঁকি একটুও কমেনি। তবে ইসরায়েল হামলাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করে থাকে। এ কারণে যুদ্ধ বাড়তে থাকার ঝুঁকি সত্ত্বেও বিপদে পড়া কর্মীরা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। দেশে ফিরলে বেকার হয়ে পড়া ও আবার যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় এমন ভাবনা কর্মীদের।
বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গতকাল শনিবার এক ভিডিও বার্তায় লেবাননে বাংলাদেশের কর্মীদের নিরাপদ স্থানে থাকা ও সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন।
রাষ্ট্রদূত বার্তা অনুযায়ী, বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বৈরুতের অনেক স্থানে আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও নিরাপত্তা-পরিপন্থী কিছু ঘটনা ঘটেছে।
বৈরুতের দাহিহ ও আশপাশের এলাকায় থাকা প্রবাসী কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত লেবানন পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলা এবং ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রবাসীরা জরুরি প্রয়োজনে দূতাবাসে ৭১২১৭১৩৯ ও ৭০৬৩৫২৭৮ নম্বরে ও [email protected] এই ই–মেইলে যোগাযোগ করতে পারবেন।
লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের টানা হামলার মুখে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক একটি সূত্র আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা জানায়।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, বিপদগ্রস্ত কর্মীদের লেবাননের সরকারের নিয়ন্ত্রণাধীন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গেও দূতাবাসের কথা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাঁদের খাবারদাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
বৈরুতের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পরও দেশটি লেবাননে হামলা অব্যাহত রাখবে, এমন ঝুঁকি একটুও কমেনি। তবে ইসরায়েল হামলাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করে থাকে। এ কারণে যুদ্ধ বাড়তে থাকার ঝুঁকি সত্ত্বেও বিপদে পড়া কর্মীরা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। দেশে ফিরলে বেকার হয়ে পড়া ও আবার যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় এমন ভাবনা কর্মীদের।
বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গতকাল শনিবার এক ভিডিও বার্তায় লেবাননে বাংলাদেশের কর্মীদের নিরাপদ স্থানে থাকা ও সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন।
রাষ্ট্রদূত বার্তা অনুযায়ী, বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বৈরুতের অনেক স্থানে আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও নিরাপত্তা-পরিপন্থী কিছু ঘটনা ঘটেছে।
বৈরুতের দাহিহ ও আশপাশের এলাকায় থাকা প্রবাসী কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত লেবানন পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলা এবং ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রবাসীরা জরুরি প্রয়োজনে দূতাবাসে ৭১২১৭১৩৯ ও ৭০৬৩৫২৭৮ নম্বরে ও [email protected] এই ই–মেইলে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৫ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
৬ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
৭ ঘণ্টা আগেপুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
৮ ঘণ্টা আগে