Ajker Patrika

নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২০: ২১
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনের দিকে সরকার ধাপে ধাপে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হাসান আরিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।’

হাসান আরিফ আরও বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন, সবাই অভিজ্ঞ। তাঁরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’

ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে এবং আন্তর্জাতিক পর্যটকেরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ।’

সেন্ট মার্টিন ভ্রমণে নিয়ম বেঁধে দেওয়ার ফলে পর্যটনশিল্পে কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসেরই একটি ধারণক্ষমতা থাকে। তার অতিরিক্ত হলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখার জন্যই পর্যটন সীমিত করা হয়েছে। কাজেই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত