Ajker Patrika

চা-শ্রমিকেরা স্বর্ণের চুড়ি দিয়েছেন, এত বড় সম্মান আমি আর পাইনি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২৩: ৪০
চা-শ্রমিকেরা স্বর্ণের চুড়ি দিয়েছেন, এত বড় সম্মান আমি আর পাইনি: প্রধানমন্ত্রী

চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছেন। এ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’ 

টানা আন্দোলনের মুখে দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণের পর আজ শনিবার চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। 

চা-বাগানে অনেকবার গিয়েছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীমঙ্গলে আমি থেকেছি। চা-শ্রমিকদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা গণভবনেও এসেছিলেন। আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন।’ 

চা-শ্রমিকদের কাছ থেকে স্বর্ণের চুড়ি উপহার পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় উপহার নিয়ে এসেছিলেন। সেই উপহার এখনো আমি হাতে পরে বসে আছি। আমি কিন্তু ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভাইয়েরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন। এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’

ছবি: ফেসবুক২০১২ সালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে একজোড়া স্বর্ণের চুড়ি উপহার দেন চা শ্রমিকদের প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত