নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিমানবন্দরে করোনাভাইরাসের র্যাপিড পিসিআর পরীক্ষা সুযোগ না থাকায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কোন যাত্রী নিবে না এমিরেটস এয়ারলাইনস।
উড়োজাহাজ সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে যাত্রী নেওয়া হবে না। এর কারণ হিসেবে বিমানবন্দরে করোনাভাইরাসের র্যাপিড পিসিআর পরীক্ষা না থাকাকে উল্লেখ করা হয়েছে।
এদিকে ছুটিতে এসে দেশে আটকা পড়েছেন প্রায় ৭ হাজার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রবাসীরা। দেশটির নতুন শর্ত দিয়েছে, বাংলাদেশের বিমানবন্দর থেকে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদের প্রবেশের অনুমতি দেবে ইউএই। তাই বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব স্থাপনের দাবি করেছেন আরব আমিরাত প্রবাসীরা।
এই নিয়ে আন্দোলনও করেন প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাত প্রবাসীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের ফ্লাইটের ওপর। যার কারণে কেউ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারছেন না। এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাঁরা আরব আমিরাতে প্রবেশ করার পর পুনরায় ২ দ্বিতীয়বার করোনা টেস্ট করা হবে।
আরব আমিরাত প্রবাসীরা বলেন, অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অনেকর হওয়ার পথে। শুধুমাত্র দুবাই সরকার ভিসার মেয়াদ বাড়ালেও, অন্য রাজ্যগুলোতে ভিসার মেয়াদ বাড়ায়নি। ফলে অনেক প্রবাসীদের ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বাংলাদেশের বিমানবন্দরে করোনাভাইরাসের র্যাপিড পিসিআর পরীক্ষা সুযোগ না থাকায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কোন যাত্রী নিবে না এমিরেটস এয়ারলাইনস।
উড়োজাহাজ সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে যাত্রী নেওয়া হবে না। এর কারণ হিসেবে বিমানবন্দরে করোনাভাইরাসের র্যাপিড পিসিআর পরীক্ষা না থাকাকে উল্লেখ করা হয়েছে।
এদিকে ছুটিতে এসে দেশে আটকা পড়েছেন প্রায় ৭ হাজার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রবাসীরা। দেশটির নতুন শর্ত দিয়েছে, বাংলাদেশের বিমানবন্দর থেকে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদের প্রবেশের অনুমতি দেবে ইউএই। তাই বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব স্থাপনের দাবি করেছেন আরব আমিরাত প্রবাসীরা।
এই নিয়ে আন্দোলনও করেন প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাত প্রবাসীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের ফ্লাইটের ওপর। যার কারণে কেউ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারছেন না। এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাঁরা আরব আমিরাতে প্রবেশ করার পর পুনরায় ২ দ্বিতীয়বার করোনা টেস্ট করা হবে।
আরব আমিরাত প্রবাসীরা বলেন, অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অনেকর হওয়ার পথে। শুধুমাত্র দুবাই সরকার ভিসার মেয়াদ বাড়ালেও, অন্য রাজ্যগুলোতে ভিসার মেয়াদ বাড়ায়নি। ফলে অনেক প্রবাসীদের ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
নির্বাচিত সংসদই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনবে, এমনটাই বলছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখন। জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোও সংবিধান সংশোধনে
৭ মিনিট আগেগত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রতিক্রিয়াটি তুলে ধরা
২ ঘণ্টা আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৬ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগেঅগাস্টে দেশে ফেরার পর মুহাম্মদ ইউনূসের সামনে ছিল এক ভয়াবহ বাস্তবতা। ঢাকার রাস্তায় তখনও রক্তের দাগ শুকায়নি। মর্গে স্তূপ হয়ে থাকা শত শত লাশের গায়ে পুলিশের গুলির চিহ্ন। ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্রদের নেতৃত্বে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। জনগণের প্রতিশোধের ভয়ে দেশ ছেড়ে পালান তিনি।
২ ঘণ্টা আগে