Ajker Patrika

‘কারও মাতব্বরি করার সুযোগ নেই’, যুক্তরাষ্ট্র–রাশিয়া পাল্টাপাল্টি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
‘কারও মাতব্বরি করার সুযোগ নেই’, যুক্তরাষ্ট্র–রাশিয়া পাল্টাপাল্টি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ, এসব নিয়ে কারও ‘মাতব্বরি করার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’

বাংলাদেশ প্রসঙ্গে ঢাকায় রাশিয়ার দূতাবাস এবং মার্কিন দূতাবাসের পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ পরিপক্ব। আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা স্বাধীন দেশ।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া ও আমেরিকাসহ কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।’ 

বিদেশিরা বক্তব্য দেবেন জেনেভা কনভেনশন অনুযায়ী এবং নিয়ম-রীতি মেনে, এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই তা তারা জানাবেন। বন্ধু রাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ 

রাশিয়া ও আমেরিকা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক, এটা চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 

রাশিয়া–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বিবৃতির সর্বশেষটি দিয়েছেন মস্কোয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত বৃহস্পতিবার মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে তিনি শাহীনবাগের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিক বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার নামে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকেরাও আগামী সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা ও অংশগ্রহণমূলক করার বিষয়ে বাংলাদেশকে প্রকাশ্যে পরামর্শ দিয়ে চলেছে।’ 

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ ডিসেম্বর ঢাকায় শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আয়োজনে নিখোঁজ বিএনপির নেতার বাসায় যান। সেখানে ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের তৎপরতার মুখে রাষ্ট্রদূতের নিরাপত্তার ক্ষেত্রে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে বলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছে। 

মারিয়া জাখারোভা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তাঁর (হাস) কর্মকাণ্ডের প্রত্যাশিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে বলেন, ‘সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।’ তিনি সেই সঙ্গে দূতাবাস পরিচালনা, নিরাপত্তা ও কূটনৈতিক দায়মুক্তির বিষয়ে ভিয়েনা সনদ মেনে চলার জন্য আহ্বান জানান। 

এর আগে ঢাকায় রাশিয়ার দূতাবাস ২০ ডিসেম্বর এক বিবৃতিতে বলে, বাংলাদেশের মতো দেশগুলো বহিঃশক্তির চাপের মুখে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণে বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিমালা মেনে চলে। রাশিয়া এসব ক্ষেত্রে বাংলাদেশসহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মনে চলে। 

পরদিন এক টুইটে ঢাকায় মার্কিন দূতাবাস জানতে চায়, রাশিয়ার ওই নীতি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত