Ajker Patrika

বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে বিএনপি নেতা-কর্মীরা কী করবে, অসহযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৭: ১০
বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে বিএনপি নেতা-কর্মীরা কী করবে, অসহযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের (বিএনপি নেতা-কর্মী) বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে তারা কী করবে?’ 

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়েছে দলটি। 

এর আগে দুপুরের দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সরকারকে সর্বাত্মকভাবে অসহযোগিতার আহ্বান জানিয়ে, আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন; নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকা; সরকারকে ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখা; ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভেবে দেখা; গায়েবি মামলায় অভিযুক্ত রাজনৈতিক নেতা-কর্মীদের আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত