Ajker Patrika

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ১৩
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শহীদ  বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জ্ঞাপন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁদের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব। এরপর জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

শ্রদ্ধা জ্ঞাপন শেষে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল, তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। ঘাতকেরা বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে পালিয়ে আছে। আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সরকার নানাভাবে চেষ্টা করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আশ্রয়দানকারী দেশগুলো তাদের দেশের রাজনৈতিক সীমাবদ্ধতার কথা বলে ঘতকদের হস্তান্তর করছে না।’

এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য বুদ্ধিজীবী কবরস্থান শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত