Ajker Patrika

ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প ফেরত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৪: ৫৩
ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প ফেরত

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছিল সরকারি সংস্থা টেলিটক। সোয়া ২০০ কোটি টাকার এই প্রকল্পের ৮০ শতাংশ উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হবে। চলমান সংকটে ডলার সাশ্রয়ে প্রকল্পটি ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার একনেকের সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হলে তা না দিয়ে ফেরত পাঠানো হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকেন্দ্রের একনেক বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালুকরণ’ শীর্ষক প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার গণভবনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, মোহাম্মদপুর এলাকা, শেরেবাংলা নগর, বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট ও উত্তরা থানা এলাকায় এবং ঢাকা দক্ষিণ সিটির বঙ্গভবন ও সচিবালয়সহ মতিঝিল, রমনা, শাহবাগ ও ধানমন্ডি থানার সরকারি গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক স্থাপনাগুলো বাণিজ্যিকভাবে সুবিধা চালুর কথা ছিল।

ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে সরকার কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে। টেলিটক প্রকল্পের প্রায় ৮৯ শতাংশ অর্থ বৈদেশিক মুদ্রায় ব্যয় করতে হতো। এতে করে রিজার্ভ থেকে পরিশোধ করতে হতো। তাই প্রকল্পটি আপাতত স্থগিত করা হয়েছে। এটা পরে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের জন্য বিদেশি ঋণ খুঁজতে বলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত