নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নৌপথ বিশ্বের সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থা। নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী। প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযান ও নৌ পথের কোনো বিকল্প নেই। বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখন অনেক বেশি নিরাপদ ও পরিবেশবান্ধব বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'বিভিন্ন দুর্যোগকালীন সময়ে নৌপথে চলাচলরত সকল নৌযানকে যথাযথ নৌ সতর্কতা ও নৌ আইন মান্যসহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে কোস্টগার্ড কর্মকর্তাদের পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা বৃদ্ধির ফলে যাত্রীবাহী নৌযানের দুর্ঘটনা অনেক কমে এসেছে।'
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, 'বিশ্ব বাণিজ্যে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হচ্ছে নৌ বাণিজ্য। এই খাতে যারা অবদান রেখে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নাবিকদের অনেক চ্যালেঞ্জিং লাইফ। কর্মসংস্থানের অনেক সুযোগও রয়েছে। আমরা এখন বৈশ্বিক গ্রামে বাস করছি। করোনায় বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছিল, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একদিনও থেমে থাকিনি। সংশ্লিষ্টরা শিপিং খাতে আরও বিনিয়োগ বাড়াবেন, তাহলে আশা করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।'
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, '২০৪১ সালে যে ভিশন প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে আমরা সবাই একযোগে কাজ করছি। নৌ পরিবহন মন্ত্রণালয় পিছিয়ে নেই। এ সময় তিনি মেরিন সেক্টরের কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসিম উদ্দিন সরকার প্রমুখ।
নৌপথ বিশ্বের সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থা। নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী। প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযান ও নৌ পথের কোনো বিকল্প নেই। বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখন অনেক বেশি নিরাপদ ও পরিবেশবান্ধব বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'বিভিন্ন দুর্যোগকালীন সময়ে নৌপথে চলাচলরত সকল নৌযানকে যথাযথ নৌ সতর্কতা ও নৌ আইন মান্যসহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে কোস্টগার্ড কর্মকর্তাদের পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা বৃদ্ধির ফলে যাত্রীবাহী নৌযানের দুর্ঘটনা অনেক কমে এসেছে।'
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, 'বিশ্ব বাণিজ্যে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হচ্ছে নৌ বাণিজ্য। এই খাতে যারা অবদান রেখে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নাবিকদের অনেক চ্যালেঞ্জিং লাইফ। কর্মসংস্থানের অনেক সুযোগও রয়েছে। আমরা এখন বৈশ্বিক গ্রামে বাস করছি। করোনায় বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছিল, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একদিনও থেমে থাকিনি। সংশ্লিষ্টরা শিপিং খাতে আরও বিনিয়োগ বাড়াবেন, তাহলে আশা করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।'
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, '২০৪১ সালে যে ভিশন প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে আমরা সবাই একযোগে কাজ করছি। নৌ পরিবহন মন্ত্রণালয় পিছিয়ে নেই। এ সময় তিনি মেরিন সেক্টরের কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসিম উদ্দিন সরকার প্রমুখ।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
২ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৪ ঘণ্টা আগে