কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তাঁর ছবি যুক্ত করে এক টুইটে এই কর্মকর্তার ঢাকায় আসার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালক নাইম উদ্দিন আহমেদ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।
আগামীকাল রোববার ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে দূতাবাস জানিয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে দেশটির বিনিয়োগের সম্ভাবনা, মার্কিন অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় চুক্তি সই করা, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসসহ মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের হালচালসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে কূটনীতিকেরা মনে করছেন।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি এম এ রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া এবং দেশটির বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হবে বলে তাঁরা জানান।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় এক অনুষ্ঠানে গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করে বলে মার্কিন দূতাবাস অভিযোগ করে। এ ছাড়া কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা সৃষ্টি হয় বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পররাষ্ট্র দপ্তরে ডেকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তাঁর ছবি যুক্ত করে এক টুইটে এই কর্মকর্তার ঢাকায় আসার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালক নাইম উদ্দিন আহমেদ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।
আগামীকাল রোববার ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে দূতাবাস জানিয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে দেশটির বিনিয়োগের সম্ভাবনা, মার্কিন অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় চুক্তি সই করা, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসসহ মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের হালচালসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে কূটনীতিকেরা মনে করছেন।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি এম এ রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া এবং দেশটির বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হবে বলে তাঁরা জানান।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় এক অনুষ্ঠানে গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করে বলে মার্কিন দূতাবাস অভিযোগ করে। এ ছাড়া কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা সৃষ্টি হয় বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পররাষ্ট্র দপ্তরে ডেকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।
২০১৭ সালে গুম ও অমানবিক নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সেনা কর্মকর্তা এম মারুফ জামান। আজ রোববার (৯ মার্চ) তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেন।
৩ মিনিট আগেভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম হালনাগাদে ব্যবহৃত হওয়ায় বিতরণ সাময়িক বন্ধ। ১১ এপ্রিল হালনাগাদ শেষ হলে পুনরায় বিতরণ জোরদার হবে বলে জানিয়েছে ইসি ও আইডিইএ প্রকল্পসংশ্লিষ্টরা।
৩৭ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামীকাল সোমবার (৯ মার্চ) বিজ্ঞপ্তি জারি করতে পারে ইসি। কমিশন আজ রোববার (৯ মার্চ) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না গাড়ি আটকে থাকবে না দ্রুত গাড়ি চলে যেতে পারবে
১ ঘণ্টা আগে