নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিদেশ থেকে চাপ আসার ব্যাপারে সরকার কি মনে করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।’
সারা দেশে বিদেশি চাপ নিয়ে আলোচনা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় অনেকে অনেক কিছুই বলে। সেই সব আলোচনার কোনো মানে নেই।’
নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে এমনটাই আশঙ্কা ছিল অনেকের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’’ আমরা তা ফলো করছি। আমরা মনে করি, সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন, সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও ধীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম-এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের স্টাফ-অফিসার কম। সে জন্য তাঁরা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।’
বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিদেশ থেকে চাপ আসার ব্যাপারে সরকার কি মনে করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।’
সারা দেশে বিদেশি চাপ নিয়ে আলোচনা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় অনেকে অনেক কিছুই বলে। সেই সব আলোচনার কোনো মানে নেই।’
নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে এমনটাই আশঙ্কা ছিল অনেকের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’’ আমরা তা ফলো করছি। আমরা মনে করি, সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন, সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও ধীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম-এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের স্টাফ-অফিসার কম। সে জন্য তাঁরা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।’
নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১২ মিনিট আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
১৭ মিনিট আগেথাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৩ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৯ ঘণ্টা আগে