Ajker Patrika

জনসংখ্যা খুব একটা বাড়েনি, সাড়ে ১৬ কোটির কিছু বেশি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২২, ২১: ৪১
জনসংখ্যা খুব একটা বাড়েনি, সাড়ে ১৬ কোটির কিছু বেশি: প্রধানমন্ত্রী

জনশুমারিতে দেশের জনসংখ্যা খুব একটা বাড়েনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫০ লাখের সামান্য কিছু বেশি। হয়তো পরবর্তীতে বন্যা কবলিত এলাকা ধরে কিছুটা বাড়বে। কেউ আমাদের জনসংখ্যা ১৮ কোটি বলে কেউ বলে ১৭ কোটি। আমাদের জনসংখ্যা কিন্তু এত না। কাজেই এই মানুষগুলোকে খাবারে ব্যবস্থা করতে পারব। সবই পারব। অর্থাৎ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে সবই পারব। কিন্তু লুটেরা আসলে কী করবে সেটা জানি না।’ 

আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে আয়োজিত যৌথসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন।  

নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় ভূমিহীন ও গৃহহীন থাকলে তাদের তালিকা সংশ্লিষ্টদের কাছে দেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কেউ বাদ যাবে না। আমি সবাইকে ঘর করে দিব।’ 

মানুষের সব মৌলিক চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব বড় আকারে হয়তো করতে পারব না। কিন্তু গরীবানা হালে মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা, একটু মাথা গোঁজার ঠাঁই, সুন্দর থাকার ও লেখাপড়ার ব্যবস্থা এই টুকুতো করতে পারব।’ 

শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় থাকলে জনগণের সেবা করি। আর বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার, মানব পাচারের সঙ্গে যুক্ত থাকে। কারণ তারা মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে।’

উল্লেখ্য, গত ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সারা দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ কয়েকটি অঞ্চল বন্যার কবলে পড়ায় সেখানকার যেসব মানুষ গণনায় বাদ পড়েছে তাঁদের বন্যা পরিস্থিতি উন্নতি হলে শুমারিতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত