Ajker Patrika

আমিও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী, এদের কোনো ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০: ৫৬
আমিও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী, এদের কোনো ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল–ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিষয়ে কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে, বিষয়টি আমিও জানি। এরই মধ্যে আমি বলেছি, দুর্নীতির বিষয়ে আমি কোনো ছাড় দেব না। তেমনি অনুমোদনবিহীন হাসপাতাল-ক্লিনিকের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না। বিষয়টি আমি এক দিনে পারব না। কিন্তু আমি যে বার্তাটি দিতে চাই তা হলো, এই অননুমোদিত ক্লিনিক, হাসপাতাল বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। কিন্তু আমার একার পক্ষে এবং রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি সবার সহযোগিতা চাই।’

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণের হার ছড়িয়েছে ৫ শতাংশের ঘর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অসংক্রামক রোগে ভুগছেন তাদের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছে টিকার চাহিদা দেওয়া হয়েছে। তারা টিকা সরবরাহের আশ্বাস দিয়েছে। ২০২৪ ও ২০২৫ এই দুই বছর আমরা আড়াই কোটি লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বিশেষ করে ফ্রন্টলাইনার, শিশু, বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে যাঁরা ভুগছেন তাঁরা এই টিকা পাবেন। আমাদের হাতেও কিছু টিকা আছে। এ ছাড়া গ্যাভির কাছ থেকে এ বছর আমরা ১ কোটি টিকা পাব। চলতি বছরই ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকেই টিকা দেওয়া শুরু করতে পারব বলে আশা করছি।’

সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত