বিশেষ প্রতিনিধি, ঢাকা
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে জটিলতা সহজে কাটছে না। সব বাধা পেরিয়ে ১৮ নভেম্বর তাঁর ঢাকায় একটি কনসার্টে অংশ নেওয়া চূড়ান্ত হলেও, এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নোরা ও তাঁর দলের সদস্যদের কর ও ভ্যাট দেওয়া নিয়ে নজরদারি শুরু করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও ভ্যাট কর্মকর্তারা। নোরা ফাতেহি ও তাঁর সফরসঙ্গীদের পারিশ্রমিক, উড়োজাহাজে ভ্রমণ ও অন্যান্য যাতায়াত, থাকা–খাওয়াসহ বিভিন্ন উপায়ে তাঁদের দেওয়া টাকার ওপর কর দাবি করে তা আদায়ের চিঠি দিয়েছে আয়কর বিভাগ।
অন্যদিকে, ভ্যাট বিভাগও পৃথক চিঠিতে নোরা ফাতেহি ও তাঁর দলের সদস্যদের অনুষ্ঠানের আগাম ঘোষণা, ব্যাংক গ্যারান্টি ও অনুমোদন না নেওয়ার ব্যাপারে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
আয়কর এবং ভ্যাট উভয় শাখাই মনে করছে, নোরা ফাতেহির অনুষ্ঠান আয়োজনে কর–ভ্যাট সংক্রান্ত নিয়মনীতি মানা হয়নি। সে কারণে আগামী ১৮ নভেম্বর যাতে অনুষ্ঠান আয়োজন না করতে পারে সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, আয়কর প্রশাসনের সদস্য শাহীন আক্তার গত ১৩ নভেম্বর নোরা ফাতেহির পারিশ্রমিকসহ কনসার্ট আয়োজন থেকে যেসব খাতে অগ্রিম আয়কর কাটা প্রয়োজন, সেসব খাতের উল্লেখ করে স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পুলিশ কমিশনার এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ আয়কর বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন। এতে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হয়। একই ভাবে ভ্যাট বাস্তবায়ন বিভাগের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবদুস সাদেক গতকাল সোমবার ঢাকা উত্তর কাস্টমস ও ভ্যাট কমিশনারকে চিঠি দিয়ে আগাম ঘোষণা না দিয়ে অনুষ্ঠান আয়োজন, টিকিট বিক্রি করা, ব্যাংক গ্যারান্টি না দেওয়া, সর্বোপরি অনুমতি না নিয়ে এ ধরনের আয়োজন করার কারণে অনুষ্ঠানটি বন্ধের ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
এদিকে নোরা ফাতেহির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ওমেন গ্লোবাল লিডারশিপ করপোরেশন সূত্রে জানা যায়, এর উদ্যোক্তা ইশরাত জাহান মারিয়ার পক্ষে নোরার কনসার্টের জন্য ৩০ শতাংশ অগ্রিম আয়কর জমা দেওয়া হয়েছে। তবে, কর হিসেবে তাঁরা যে পরিমাণ টাকা জমা দিয়েছেন, তা যথার্থ কি না—এ প্রশ্ন উঠেছে কর বিভাগে। কর কর্মকর্তারা জানান, আয়োজক প্রতিষ্ঠান ঠিকমতো রাজস্ব দিলেন কি না সেটিই এখন দেখার বিষয়।
অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল লিডারশিপ করপোরেশনের অগ্রিম আয়কর দেওয়া চালানে দেখা যায়, নোরা ফাতেহি একটি প্রামাণ্যচিত্রে শুটিং করতে আসছেন বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এনবিআরের কাছে তথ্য রয়েছে, নোরা আসলে কনসার্টে গান গাইতে ও নাচ করতে আসছেন। এসব ব্যাপারে আয়োজক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ইশরাত জাহান মারিয়ার সেলফোনে একাধিকবার কল করলে তিনি সাড়া দেননি।
কানাডীয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহির ‘টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। তিনি তেলেগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং এবং কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে নেচে জনপ্রিয়তা পান। ২০১৫ সালে ‘বিগ বস’ এ প্রতিযোগী ছিলেন নোরা।
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে জটিলতা সহজে কাটছে না। সব বাধা পেরিয়ে ১৮ নভেম্বর তাঁর ঢাকায় একটি কনসার্টে অংশ নেওয়া চূড়ান্ত হলেও, এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নোরা ও তাঁর দলের সদস্যদের কর ও ভ্যাট দেওয়া নিয়ে নজরদারি শুরু করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও ভ্যাট কর্মকর্তারা। নোরা ফাতেহি ও তাঁর সফরসঙ্গীদের পারিশ্রমিক, উড়োজাহাজে ভ্রমণ ও অন্যান্য যাতায়াত, থাকা–খাওয়াসহ বিভিন্ন উপায়ে তাঁদের দেওয়া টাকার ওপর কর দাবি করে তা আদায়ের চিঠি দিয়েছে আয়কর বিভাগ।
অন্যদিকে, ভ্যাট বিভাগও পৃথক চিঠিতে নোরা ফাতেহি ও তাঁর দলের সদস্যদের অনুষ্ঠানের আগাম ঘোষণা, ব্যাংক গ্যারান্টি ও অনুমোদন না নেওয়ার ব্যাপারে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
আয়কর এবং ভ্যাট উভয় শাখাই মনে করছে, নোরা ফাতেহির অনুষ্ঠান আয়োজনে কর–ভ্যাট সংক্রান্ত নিয়মনীতি মানা হয়নি। সে কারণে আগামী ১৮ নভেম্বর যাতে অনুষ্ঠান আয়োজন না করতে পারে সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, আয়কর প্রশাসনের সদস্য শাহীন আক্তার গত ১৩ নভেম্বর নোরা ফাতেহির পারিশ্রমিকসহ কনসার্ট আয়োজন থেকে যেসব খাতে অগ্রিম আয়কর কাটা প্রয়োজন, সেসব খাতের উল্লেখ করে স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পুলিশ কমিশনার এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ আয়কর বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন। এতে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হয়। একই ভাবে ভ্যাট বাস্তবায়ন বিভাগের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবদুস সাদেক গতকাল সোমবার ঢাকা উত্তর কাস্টমস ও ভ্যাট কমিশনারকে চিঠি দিয়ে আগাম ঘোষণা না দিয়ে অনুষ্ঠান আয়োজন, টিকিট বিক্রি করা, ব্যাংক গ্যারান্টি না দেওয়া, সর্বোপরি অনুমতি না নিয়ে এ ধরনের আয়োজন করার কারণে অনুষ্ঠানটি বন্ধের ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
এদিকে নোরা ফাতেহির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ওমেন গ্লোবাল লিডারশিপ করপোরেশন সূত্রে জানা যায়, এর উদ্যোক্তা ইশরাত জাহান মারিয়ার পক্ষে নোরার কনসার্টের জন্য ৩০ শতাংশ অগ্রিম আয়কর জমা দেওয়া হয়েছে। তবে, কর হিসেবে তাঁরা যে পরিমাণ টাকা জমা দিয়েছেন, তা যথার্থ কি না—এ প্রশ্ন উঠেছে কর বিভাগে। কর কর্মকর্তারা জানান, আয়োজক প্রতিষ্ঠান ঠিকমতো রাজস্ব দিলেন কি না সেটিই এখন দেখার বিষয়।
অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল লিডারশিপ করপোরেশনের অগ্রিম আয়কর দেওয়া চালানে দেখা যায়, নোরা ফাতেহি একটি প্রামাণ্যচিত্রে শুটিং করতে আসছেন বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এনবিআরের কাছে তথ্য রয়েছে, নোরা আসলে কনসার্টে গান গাইতে ও নাচ করতে আসছেন। এসব ব্যাপারে আয়োজক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ইশরাত জাহান মারিয়ার সেলফোনে একাধিকবার কল করলে তিনি সাড়া দেননি।
কানাডীয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহির ‘টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। তিনি তেলেগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং এবং কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে নেচে জনপ্রিয়তা পান। ২০১৫ সালে ‘বিগ বস’ এ প্রতিযোগী ছিলেন নোরা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব–১১। এ ছাড়া তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগেডিএফপির প্রকাশনার মান বৃদ্ধি, প্রামাণ্যচিত্র নির্মাণ ও ডিএফপির সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ। তিনি ডিএফপির শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার ও ফিল্ম ল্যাব পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন...
১১ মিনিট আগেঢাকা ক্যান্টনমেন্টে সেনাসদরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন ও উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এ সময় সেখানে উপস্থিত ছিলেন...
৩৪ মিনিট আগেবাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১২৯ কর্মকর্তা। আজ মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতি দেওয়া হয়...
১ ঘণ্টা আগে