Ajker Patrika

দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৯: ০৭
দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিল ইসি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বিগত পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব জমা দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে এই হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। তবে এই সময়ের মধ্যে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২১টি দল তাদের হিসাব জমা দিয়েছে। বাকি ২৩টি দল নির্ধারিত সময়ে হিসেব জমা দিতে পারেনি। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হিসাব জমা দেওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে যে ২৩ দল হিসাব জমা দিতে পারেনি, তার মধ্যে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্ট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রমুখ।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত