নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। যে সব মালিক এ নির্দেশনা মানবে না তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের ১০ম সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে বেশির ভাগই জুন মাসের বেতন আগেই পরিশোধ করেছে। আশা করছি বাকিরাও আগামী দুদিনের মধ্যেই বেতন পরিশোধ করবে।
এ বছরের করোনা আগের বারের চেয়ে ভয়াবহ। আগের বছরের চেয়ে মৃত্যু ও আক্রান্ত এবার বেশি। তাই ঝুঁকি নিয়ে শ্রমিকদের বাড়ি না যাওয়ার অনুরোধ জানান তিনি।
বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, এর আগে মন্ত্রণালয় নিজ উদ্যোগে শ্রমিকের বেতন-বোনাস আদায় করেছে। এবার হয়তো দরকার পড়বে না। কারণ অনেক কারখানা নিজ থেকেই বেতন দেওয়া শুরু করেছে। বাকিরাও দিয়ে দেবে। বোনাসও দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অনেক কারখানা কর্তৃপক্ষ।
সভায় শ্রমিক নেতা নাজমা আক্তার বলেন, বড় কারখানাগুলোতে বেতন হলেও ছোট-মাঝারি কারখানাতে এখনো হয়নি। এখন মালিকদের অর্ডার ভালো আসছে, মুনাফাও বেশি হচ্ছে। তাই বেতন-বোনাসের পাশাপাশি চলতি জুলাই মাসের ১৫ দিনের আগাম বেতন দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সব শ্রমিকের জন্য করোনার টিকা নিশ্চিত করতে অনুরোধ করেন এই শ্রমিক নেতা।
শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, মালিক-শ্রমিক আপনারা একে অপরের পরিপূরক। মালিক পক্ষের প্রতি তিনি অনুরোধ আপনারা সরকারের নির্দেশনা মেনে আধুনিক ও শ্রমিক নিরাপদ কারখানা গড়ে তুলুন।
বিজিএমইএ’র সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মালিকদের সবার আর্থিক অবস্থা সমান না। অনেক ছোট ও মাঝারি কারখানা আছে। বেতন দিতে অনেকের সমস্যা হচ্ছে কিন্তু তারপরও তারা কষ্ট করে শ্রমিকদের বোনাস পরিশোধ করছেন। এখন কাজের অর্ডার বেশি আসছে যেমন ঠিক তেমনি বিশ্বে সুতার দাম এখন আগের চেয়ে কয়েকগুণ। আমরা চিন্তায় আছি কীভাবে কারখানায় উৎপাদন ধরে রাখবো।
বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শত কষ্টের মাঝেও করোনা মহামারিতে আমরা বেতন ও বোনাস দিচ্ছি। আগের পাওনা বেতন কীভাবে দেব তা নিয়ে মহাচিন্তায় আছি আমরা।
আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী শাহজাহান খান, বিজিএমইএ’র পরিচালক হারুনুর রশিদ, নাভিদুল হক, বিকেএমইএ’র পরিচালক মোস্তফা মনোয়ারসহ অনেক গার্মেন্টস কারখানার মালিকরা সভায় করোনাকালে তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। যে সব মালিক এ নির্দেশনা মানবে না তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের ১০ম সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে বেশির ভাগই জুন মাসের বেতন আগেই পরিশোধ করেছে। আশা করছি বাকিরাও আগামী দুদিনের মধ্যেই বেতন পরিশোধ করবে।
এ বছরের করোনা আগের বারের চেয়ে ভয়াবহ। আগের বছরের চেয়ে মৃত্যু ও আক্রান্ত এবার বেশি। তাই ঝুঁকি নিয়ে শ্রমিকদের বাড়ি না যাওয়ার অনুরোধ জানান তিনি।
বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, এর আগে মন্ত্রণালয় নিজ উদ্যোগে শ্রমিকের বেতন-বোনাস আদায় করেছে। এবার হয়তো দরকার পড়বে না। কারণ অনেক কারখানা নিজ থেকেই বেতন দেওয়া শুরু করেছে। বাকিরাও দিয়ে দেবে। বোনাসও দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অনেক কারখানা কর্তৃপক্ষ।
সভায় শ্রমিক নেতা নাজমা আক্তার বলেন, বড় কারখানাগুলোতে বেতন হলেও ছোট-মাঝারি কারখানাতে এখনো হয়নি। এখন মালিকদের অর্ডার ভালো আসছে, মুনাফাও বেশি হচ্ছে। তাই বেতন-বোনাসের পাশাপাশি চলতি জুলাই মাসের ১৫ দিনের আগাম বেতন দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সব শ্রমিকের জন্য করোনার টিকা নিশ্চিত করতে অনুরোধ করেন এই শ্রমিক নেতা।
শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, মালিক-শ্রমিক আপনারা একে অপরের পরিপূরক। মালিক পক্ষের প্রতি তিনি অনুরোধ আপনারা সরকারের নির্দেশনা মেনে আধুনিক ও শ্রমিক নিরাপদ কারখানা গড়ে তুলুন।
বিজিএমইএ’র সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মালিকদের সবার আর্থিক অবস্থা সমান না। অনেক ছোট ও মাঝারি কারখানা আছে। বেতন দিতে অনেকের সমস্যা হচ্ছে কিন্তু তারপরও তারা কষ্ট করে শ্রমিকদের বোনাস পরিশোধ করছেন। এখন কাজের অর্ডার বেশি আসছে যেমন ঠিক তেমনি বিশ্বে সুতার দাম এখন আগের চেয়ে কয়েকগুণ। আমরা চিন্তায় আছি কীভাবে কারখানায় উৎপাদন ধরে রাখবো।
বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শত কষ্টের মাঝেও করোনা মহামারিতে আমরা বেতন ও বোনাস দিচ্ছি। আগের পাওনা বেতন কীভাবে দেব তা নিয়ে মহাচিন্তায় আছি আমরা।
আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী শাহজাহান খান, বিজিএমইএ’র পরিচালক হারুনুর রশিদ, নাভিদুল হক, বিকেএমইএ’র পরিচালক মোস্তফা মনোয়ারসহ অনেক গার্মেন্টস কারখানার মালিকরা সভায় করোনাকালে তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
দেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুইবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
২৯ মিনিট আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
২ ঘণ্টা আগে