Ajker Patrika

এপ্রিলে ঢাকা আসছেন কাতারের আমির, ১৩ চুক্তি সইয়ের সম্ভাবনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৯: ৪৮
এপ্রিলে ঢাকা আসছেন কাতারের আমির, ১৩ চুক্তি সইয়ের সম্ভাবনা

আগামী এপ্রিল মাসের শেষ দিকে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে অন্তত ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করার বিষয়ে কাজ করছে উভয়পক্ষ।

কাতারের আমিরের আগামী ২২ এপ্রিল ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে কাতারের আমির সৌজন্য সাক্ষাৎ করবেন।

কাতারে কর্মী পাঠানো, জ্বালানি, প্রতিরক্ষা ও সামুদ্রিক পরিবহন খাতে সহযোগিতা, আন্তর্দেশীয় যৌথ বাণিজ্য কমিশন গঠন, আমদানি-রপ্তানিতে দ্বৈতকর ও শুল্ক প্রত্যাহার, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, বন্দী প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি চলছে।

এসব বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভার আলোচনায় স্থান পায়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন।

দুই দিনের সফর ২৩ এপ্রিল শুরু হওয়ার প্রস্তাব ছিল। পরে কাতারের আগ্রহে তা ২২ এপ্রিলে এগিয়ে আনা হয়। কূটনৈতিক একটি সূত্র জানায়, সফরসূচি চূড়ান্ত করা নিয়ে দুই পক্ষ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত