নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ১৩ দিন বন্ধ থাকার পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এরপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, বলাকা কমিউটার, তিতাস কমিউটার, নরসিংদী কমিউটার ও টাঙ্গাইল কমিউটার একে একে ছেড়ে যায়।
ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প পরিসরে ট্রেন চলাচল করবে।
ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
যাত্রী সংখ্যার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, সকালে কমলাপুরে তেমন যাত্রী ছিল না। স্বল্প দূরত্বে যারা গেছেন তাদের অধিকাংশ বিমানবন্দর বা টঙ্গী স্টেশনে নেমে গেছেন। ফিরতি ট্রেনে কিছু যাত্রী ছিলো। ট্রেনগুলো সকালে উল্টো দিক ছাড়লে ঢাকার উদ্দেশে হয়ত কিছু যাত্রী হত। এখন পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে ধীরে ধীরে তার নির্ধারিত শিডিউলে ফেরত যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চল অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে প্রাথমিকভাবে তিনটি লোকাল ট্রেন সাগরিকা, কর্ণফুলি ও নাজিরহাট কমিউটার ট্রেন চালু করা হয়েছে । ট্রেনগুলো যথাক্রমে চাঁদপুর, ঢাকা ও নাজিরহাট রুটে চলাচল করবে। এদিকে রাজশাহী থেকে চালু কমিউটার দুটি ট্রেনের মধ্যে একটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যটি চলবে রাজশাহী-খুলনা রুটে।
কোটা সংস্কার আন্দোলনের পরে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ ছিল। পরে দুই দফায় সিদ্ধান্ত নিয়ে স্বল্প পরিসরে রেল চলাচল শুরু হয়েছে । রেলওয়ে বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনগুলো পরিচালনা করা হবে।
টানা ১৩ দিন বন্ধ থাকার পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এরপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার, বলাকা কমিউটার, তিতাস কমিউটার, নরসিংদী কমিউটার ও টাঙ্গাইল কমিউটার একে একে ছেড়ে যায়।
ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প পরিসরে ট্রেন চলাচল করবে।
ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
যাত্রী সংখ্যার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, সকালে কমলাপুরে তেমন যাত্রী ছিল না। স্বল্প দূরত্বে যারা গেছেন তাদের অধিকাংশ বিমানবন্দর বা টঙ্গী স্টেশনে নেমে গেছেন। ফিরতি ট্রেনে কিছু যাত্রী ছিলো। ট্রেনগুলো সকালে উল্টো দিক ছাড়লে ঢাকার উদ্দেশে হয়ত কিছু যাত্রী হত। এখন পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে ধীরে ধীরে তার নির্ধারিত শিডিউলে ফেরত যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চল অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে প্রাথমিকভাবে তিনটি লোকাল ট্রেন সাগরিকা, কর্ণফুলি ও নাজিরহাট কমিউটার ট্রেন চালু করা হয়েছে । ট্রেনগুলো যথাক্রমে চাঁদপুর, ঢাকা ও নাজিরহাট রুটে চলাচল করবে। এদিকে রাজশাহী থেকে চালু কমিউটার দুটি ট্রেনের মধ্যে একটি যাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যটি চলবে রাজশাহী-খুলনা রুটে।
কোটা সংস্কার আন্দোলনের পরে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ ছিল। পরে দুই দফায় সিদ্ধান্ত নিয়ে স্বল্প পরিসরে রেল চলাচল শুরু হয়েছে । রেলওয়ে বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনগুলো পরিচালনা করা হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৩ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৪ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৪ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৫ ঘণ্টা আগে