কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা জানান। পাকিস্তানের এই আগ্রহের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার ঢাকায় বলেছেন, ‘হিনা খারকে বলা হয়েছে—১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। তাহলেই সম্পর্ক বাড়বে।’
কলম্বো থেকে ফিরে মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতেও আগ্রহী বলে হিনা খার মন্ত্রীকে জানান। মন্ত্রী বলেন, ‘তিনি পাল্টা জানতে চেয়েছেন, পাকিস্তান বাংলাদেশের পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক দিয়ে রেখেছে। তাহলে বাণিজ্য কীভাবে বাড়বে।’
মোমেন শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গত শুক্রবার কলম্বো যান। সেখানে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পোডেলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘নেপালের মন্ত্রী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ বৈঠক অনুষ্ঠানের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছেন। জবাবে মোমেন বিষয়টি ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য নেপালের মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন জানিয়ে বলেন, বাংলাদেশ এই বিষয়ে নেপালের পাশে থাকবে।’
সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে ২০১৪ সালে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ২০১৬ সালে ১৯তম সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত সাত বছরে কোনো সম্মেলন হয়নি।
এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘মিয়ানমারের সঙ্গে বৌদ্ধ-অধ্যুষিত শ্রীলঙ্কার সম্পর্ক ভালো। তাই এসব বৈঠকে রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে শ্রীলঙ্কার সহযোগিতা চাওয়া হয়েছে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শনিবার এক টুইটে দুটি স্থিরচিত্র, একটি ভিডিও চিত্রসহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিনার বৈঠকের বিষয়টি প্রকাশ করেছেন। দুই মন্ত্রী অর্থনৈতিক, বাণিজ্যিক বিষয়সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বৈচিত্র্যময় ক্ষেত্রে পরস্পরের জন্য লাভজনক হয়, এমন সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে মুমতাজ জাহরা দাবি করেছেন।
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা জানান। পাকিস্তানের এই আগ্রহের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার ঢাকায় বলেছেন, ‘হিনা খারকে বলা হয়েছে—১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। তাহলেই সম্পর্ক বাড়বে।’
কলম্বো থেকে ফিরে মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতেও আগ্রহী বলে হিনা খার মন্ত্রীকে জানান। মন্ত্রী বলেন, ‘তিনি পাল্টা জানতে চেয়েছেন, পাকিস্তান বাংলাদেশের পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক দিয়ে রেখেছে। তাহলে বাণিজ্য কীভাবে বাড়বে।’
মোমেন শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গত শুক্রবার কলম্বো যান। সেখানে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পোডেলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘নেপালের মন্ত্রী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ বৈঠক অনুষ্ঠানের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছেন। জবাবে মোমেন বিষয়টি ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য নেপালের মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন জানিয়ে বলেন, বাংলাদেশ এই বিষয়ে নেপালের পাশে থাকবে।’
সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে ২০১৪ সালে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ২০১৬ সালে ১৯তম সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত সাত বছরে কোনো সম্মেলন হয়নি।
এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘মিয়ানমারের সঙ্গে বৌদ্ধ-অধ্যুষিত শ্রীলঙ্কার সম্পর্ক ভালো। তাই এসব বৈঠকে রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে শ্রীলঙ্কার সহযোগিতা চাওয়া হয়েছে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শনিবার এক টুইটে দুটি স্থিরচিত্র, একটি ভিডিও চিত্রসহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিনার বৈঠকের বিষয়টি প্রকাশ করেছেন। দুই মন্ত্রী অর্থনৈতিক, বাণিজ্যিক বিষয়সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বৈচিত্র্যময় ক্ষেত্রে পরস্পরের জন্য লাভজনক হয়, এমন সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে মুমতাজ জাহরা দাবি করেছেন।
জনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৬ ঘণ্টা আগেজনস্বার্থে প্রয়োজনীয় না হলেও দলীয় সরকারের সময় অনুগত কর্মকর্তাদের অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আসা অন্তর্বর্তী সরকারও সে ধারা অব্যাহত রেখেছে। অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পেয়ে সংশ্লিষ্ট কর্মীর কিছু প্রাপ্তিযোগ ঘটলেও স
৭ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।
৯ ঘণ্টা আগেনির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
১০ ঘণ্টা আগে