Ajker Patrika

বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়ার খবর সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮: ০৮
বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়ার খবর সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে কয়েক জঙ্গির আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার খবর পুলিশ দিলেও তা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলছেন, আফগানিস্তানে গেছে বলে যে কথা উঠছে, সেটা অমূলক। যারা এই সন্দেহ করছেন, তাঁদের সন্দেহ ঠিক নয়। 

সচিবালয়ে আজ মঙ্গলবার এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, (আফগানিস্তানে গেছে বলে) যে কথা উঠছে সেটা অমূলক। আমার মনে হয় যারা বলছেন, সন্দেহ করছেন, তাঁদের সন্দেহটা সঠিক নয়। এখন সবকিছু বন্ধ। আমাদের এয়ার সার্ভিস বন্ধ, কোনো যাতায়াতের বাহন নেই। তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন? আমার সেইখানেই প্রশ্ন। যারা বলছেন, হয়তো চিন্তা না করেই, বাস্তবতার কথা মনে না রেখেই বলেছেন।’ 

‘আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব এক হাজার মাইল। মাঝে আরও দুটি দেশ রয়েছে। কাজেই ওখান থেকে এখানে চলে আসবে এ ধরনের আপনাদের চিন্তা করা আমার মনে হয় অমূলক। ওখানে কী হচ্ছে ওটা তাঁদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে– আমাদের একটা সরকার আছে, আমাদের প্রধানমন্ত্রী আছেন, তাঁর নির্দেশনায় আমরা কাজ করছি।’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আফগান শরণার্থীদের গ্রহণ করার মার্কিন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, আফগান শরণার্থী রয়েছে এক হাজার কিলোমিটার দূরে। আমরা রোহিঙ্গা ও পাকিস্তানি শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত