কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একটি টাস্কফোর্স গঠনে দুই দেশ সম্মত হয়েছে। আজ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।
এ ছাড়া জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট–২ প্রকল্পে বিনিয়োগের জন্য বাংলাদেশ সৌদি আরবকে অনুরোধ জানালে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় বাংলাদেশে সৌদি আকওয়া পাওয়ার এর ১ হাজার মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াটের গ্যাস বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল্লাহ বিন নাসের বিন মোহাম্মাদ আবুথনাইন।
দুই দেশের নৌ পেশাজীবীদের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণসহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকে এফবিসিসিআই, বাংলাদেশ এবং ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ ছাড়া সৌদি আরবের স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে পেশাজীবী নিয়োগের বিষয়ে চুক্তি এবং দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে কার্যকরী দ্বিপক্ষীয় সহায়তা বৃদ্ধির জন্য আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।
যৌথ কমিশনের পরবর্তী সভা ঢাকাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একটি টাস্কফোর্স গঠনে দুই দেশ সম্মত হয়েছে। আজ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।
এ ছাড়া জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট–২ প্রকল্পে বিনিয়োগের জন্য বাংলাদেশ সৌদি আরবকে অনুরোধ জানালে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় বাংলাদেশে সৌদি আকওয়া পাওয়ার এর ১ হাজার মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াটের গ্যাস বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল্লাহ বিন নাসের বিন মোহাম্মাদ আবুথনাইন।
দুই দেশের নৌ পেশাজীবীদের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণসহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকে এফবিসিসিআই, বাংলাদেশ এবং ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ ছাড়া সৌদি আরবের স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে পেশাজীবী নিয়োগের বিষয়ে চুক্তি এবং দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে কার্যকরী দ্বিপক্ষীয় সহায়তা বৃদ্ধির জন্য আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।
যৌথ কমিশনের পরবর্তী সভা ঢাকাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
২৭ মিনিট আগেবিগত সময়ে বঞ্চিত হওয়া অতিরিক্ত সচিবদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে চাকরি থেকে বিদায় করবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
২ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে...
২ ঘণ্টা আগেপাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে