Ajker Patrika

ডেটা প্যাকেজের দাম কমাল টেলিটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৭: ২৫
ডেটা প্যাকেজের দাম কমাল টেলিটক

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ডেটা প্যাকেজের দাম কমিয়েছে। আজ শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইডথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। উক্ত ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডেটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমাচ্ছে, যা ঈদের দিন থেকে কার্যকর করা হবে এবং তা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে। আশা করা যাচ্ছে, ডেটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডেটা গ্রাহকসংখ্যা বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগসেবা পৌঁছানোর জন্য হাওর ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে। দেশে ফোর-জি প্রযুক্তির বিস্তার ও ফাইভ-জি প্রযুক্তি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে; যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বাড়ছে। সম্প্রতি সাবমেরিন কেব্‌ল কোম্পানি ব্যান্ডউইডথ খরচ কমানোর ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বাড়বে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত