Ajker Patrika

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নাজমুল হাসান সাগর, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০: ১২
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় ৮টা ৫০ মিনিটে। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া মিরপুরের মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

জামাত শুরুর কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকাল থেকেই উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ আরও অনেকে।

সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মৎস্য ভবন থেকে হাইকোর্ট রাস্তা ধরে কদম ফোয়ারার সামনে ঈদগাহের মূল ফটকের সামনে পর্যন্ত ছিল মুসুল্লিদের দীর্ঘ লাইন। পুরানা পল্টন থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা পর্যন্ত এবং আব্দুল গলি রোড ও দোয়েল চত্বর থেকে আসা সড়কেও ছিল মুসুল্লিদের দীর্ঘ লাইন।

ষাটোর্ধ্ব আনিস হোসেন নামাজে এসেছেন ডেমরা থেকে। ফাঁকা ঢাকায় ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, একদম ফাঁকা ঢাকা৷ ডেমরা থেকে আসতে খুব বেশি সময় লাগেনি৷ নামাজ পড়েই আবার চলে যাব ডেমরায়৷ তারপর মেয়েদের বাড়িতে চলে যাব৷ সারা দিন মেয়ে, নাতিদের নিয়ে ঈদটা পার করে দেব।

সপরিবারে ঈদের নামাজে অংশ নিতে সেগুনবাগিচা থেকে এসেছেন জান্নাতুল কোবরা। তিনি বলেন, ঈদের নামাজটা জামাতে আদায় করার আনন্দই অন্যরকম। আমাদের পরিবার থেকে শাশুড়ি, ননদসহ পাঁচজন এসেছি এবার।জাতীয় ঈদগাহে ঈদ জামাত

দাদার সঙ্গে ঈদের নামাজ আদায় কর‍তে এসেছেন ছোট্ট তাওহীদ রাফি। প্রথমবারের মতো ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে তার উচ্ছ্বাসের কমতি নেই। রাফি জানায়, কয়েক সেট জামা-কাপড়, অনেক খেলনা পেয়েছে সে এবারের ঈদে। নামাজ শেষ করে বাড়ি গিয়ে প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলবে।

নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময় করেন। এ সময় মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অপরূপ চিত্র দেখা যায়।

ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে। পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের তৎপর দেখা গেছে। সাদা পোশাকেও কর্মরত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।

মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের এই প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত