Ajker Patrika

মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৪, ১৫: ০৯
মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। 

আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম। 

ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে। 

ইসি সচিব বলেন, ‘আমরা যেটা চাই, কমপ্লিট একটা আদর্শ নির্বাচন। এটি আমাদের উদ্দেশ্য, সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স। এখানে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মাসল শো করার সুযোগ নেই। যাঁরা ভোট দিতে আসবেন, তাঁরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ইচ্ছামতো ভোট দিতে পারেন, সেই পরিবেশটা আমরা সবাই মিলে এনশিওর করছি। সব দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, মানুষ তাদের সুবিধামতো স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি বিকেল বেলা ভোট আরও বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত