Ajker Patrika

মেডিকেল ভর্তিতে ‘কিছু করা যায় কি না’—রোল নম্বর দিয়ে মন্ত্রীকে অভিভাবকদের এসএমএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ২৫
মেডিকেল ভর্তিতে ‘কিছু করা যায় কি না’—রোল নম্বর দিয়ে মন্ত্রীকে অভিভাবকদের এসএমএস

মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থীর অভিভাবক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এসএমএস দিয়ে ‘কিছু করা যায় কি না’—এমন অনুরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এ বছর মোবাইল ফোনে অনেক মেসেজ পেয়েছি। সেখানে লেখা আমার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিছু করা যাবে কি না? অনেকে রোল নম্বরও দিয়েছে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে যে এটা আমার সন্তানের রোল নম্বর, এমবিবিএস পরীক্ষা দিয়েছে—আপনি কি কিছু করতে পারবেন কি না? এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। এ রকম নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয়, তাহলে সন্তানকে আমরা কী শিক্ষা দেব?’

এর আগে, মূল্যায়ন পদ্ধতি নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সন্তানদের দক্ষতার জায়গাটা অভিভাবকেরা যাতে বুঝতে পারেন, সে জন্য আমরা পরিবর্তন এনেছি। এখন থেকে অভিভাবকেরা সহজেই এটি বুঝতে পারবেন।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়ন জিপিএ-৫ পেলেও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীর যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। ফলে সেই শিক্ষার্থী কর্মক্ষম হচ্ছে না, উন্নত জীবনের জন্য প্রস্তুত হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত