বিশেষ প্রতিনিধি, ঢাকা
গুমের তালিকা অবাস্তব উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘কোথাও দেখি ৬০০ জন গুম হয়েছে, আবার কোথাও ৭৯১ জন। আমার অনুরোধ কেউ একজন দয়া করে গুমের তালিকাটা দিন।’ আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরামের (এইচআরএফবি) এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে এইচআরএফবি নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা ও ক্রসফায়ারে নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলসহ বেশ কিছু দাবি জানিয়েছে।
দাবির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিএসএ বাতিলের কোনো সম্ভাবনা নেই। দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসারও কোনো সুযোগ নেই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুম ও ক্রসফায়ারে মৃত্যুর ঘটনা নিয়ে নানা সংগঠন নানা তথ্য দেয়। এতে ভুল-বোঝাবুঝির অবকাশ থাকে। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলে অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হবে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোথাও দেখি ৬০০ জন গুম হয়েছে, আবার কোথাও ৭৯১ জন। আমার অনুরোধ কেউ একজন দয়া করে গুমের তালিকাটা দিন। সরকারের কাছে পৌঁছান। শেষ ৭৬ জনের তালিকা থেকে মাত্র ২৮ জনের খোঁজ নেই। অতীতে যেকোনো নির্বাচনী বছরের তুলনায় চলতি বছর রাজনৈতিক সংঘর্ষ কম হয়েছে।’
দেশি ও বিদেশি সংগঠনগুলোর উদ্বেগ জানানো নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে মানবাধিকার বললেই নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনার হয়। কনসার্ন শব্দের অর্থ সব জায়গায় উদ্বেগ নয়। কিন্তু আমাদের বেশির ভাগ ক্ষেত্রে বলা হয় অমুক উদ্বেগ প্রকাশ করেছে।’
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘আমাদের চাওয়া অনেক ছোট, কিন্তু ব্যাপ্তিটা বড়। যে মানুষ হারিয়ে গেছে, তার পরিবারের কষ্ট কেউ বোঝে না। স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে, গুমের অভিযোগগুলো তদন্ত হবে। যারা দোষী তারা শাস্তি পাবে। ক্রসফায়ারের ঘটনাও কমে আসবে।’
গুমের তালিকা অবাস্তব উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘কোথাও দেখি ৬০০ জন গুম হয়েছে, আবার কোথাও ৭৯১ জন। আমার অনুরোধ কেউ একজন দয়া করে গুমের তালিকাটা দিন।’ আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরামের (এইচআরএফবি) এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে এইচআরএফবি নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা ও ক্রসফায়ারে নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলসহ বেশ কিছু দাবি জানিয়েছে।
দাবির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিএসএ বাতিলের কোনো সম্ভাবনা নেই। দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসারও কোনো সুযোগ নেই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুম ও ক্রসফায়ারে মৃত্যুর ঘটনা নিয়ে নানা সংগঠন নানা তথ্য দেয়। এতে ভুল-বোঝাবুঝির অবকাশ থাকে। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলে অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হবে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোথাও দেখি ৬০০ জন গুম হয়েছে, আবার কোথাও ৭৯১ জন। আমার অনুরোধ কেউ একজন দয়া করে গুমের তালিকাটা দিন। সরকারের কাছে পৌঁছান। শেষ ৭৬ জনের তালিকা থেকে মাত্র ২৮ জনের খোঁজ নেই। অতীতে যেকোনো নির্বাচনী বছরের তুলনায় চলতি বছর রাজনৈতিক সংঘর্ষ কম হয়েছে।’
দেশি ও বিদেশি সংগঠনগুলোর উদ্বেগ জানানো নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে মানবাধিকার বললেই নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনার হয়। কনসার্ন শব্দের অর্থ সব জায়গায় উদ্বেগ নয়। কিন্তু আমাদের বেশির ভাগ ক্ষেত্রে বলা হয় অমুক উদ্বেগ প্রকাশ করেছে।’
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘আমাদের চাওয়া অনেক ছোট, কিন্তু ব্যাপ্তিটা বড়। যে মানুষ হারিয়ে গেছে, তার পরিবারের কষ্ট কেউ বোঝে না। স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে, গুমের অভিযোগগুলো তদন্ত হবে। যারা দোষী তারা শাস্তি পাবে। ক্রসফায়ারের ঘটনাও কমে আসবে।’
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৫ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৭ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৭ ঘণ্টা আগে