Ajker Patrika

আসছে স্যাটেলাইট ইন্টারনেট, উদ্বেগে দেশি প্রতিষ্ঠানগুলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৪: ৫৮
ছবি: ইউনিভার্স স্পেস টেক
ছবি: ইউনিভার্স স্পেস টেক

স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবা বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। গত বুধবার জারি হওয়া সরকারের এই নির্দেশিকার নাম ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’।

নির্দেশিকায় ‘আইনানুগ’ আড়ি পাতার (ল ফুল ইন্টারসেপশন) সুযোগ রাখা হয়েছে। এই ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ইন্টারনেটে আড়ি পাতার সুযোগ রাখা জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী। আদালতের অনুমতি সাপেক্ষে কারও ক্ষেত্রে নজরদারি করা যেতে পারে। কিন্তু কোনো নিয়মনীতি ছাড়া আড়ি পাতার সুযোগ রাখার বিষয়টি অযৌক্তিক।’

নির্দেশিকায় স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবার জন্য বিভিন্ন ক্ষেত্রে যে ফি ধরা হয়েছে, তা স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। উল্লেখ্য, স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবার জন্য আবেদন ফি ৫ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার, বার্ষিক নিবন্ধন ফি ব্রডব্যান্ড সেবার জন্য ৩০ হাজার ডলার এবং আইওটির জন্য ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ বিষয়ে বলেন, ‘লাইসেন্সের আবেদনের জন্য স্টারলিংককে যদি ৫ লাখ টাকা ফি দিতে হয়, তাহলে আমাদের ফি ১০ হাজার করা উচিত। ওদের ফি আর আমাদের ফি এক রকম হওয়া অযৌক্তিক। ওরা ডলারে আয় করবে এবং আয়ের সব অর্থ বিদেশে নিয়ে যাবে। আর আমরা বিপুল অঙ্কের ফি দিয়েও গ্রাহক হারাব। দেশের অনেক ইন্টারনেট সেবাদাতা ব্যবসা ছাড়তে বাধ্য হবে।’

বিশ্বের শীর্ষ ধনকুবের মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সেবা চালুর বিষয়টি বিবেচনা করে এ নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। নির্দেশিকায় বলা হয়েছে, স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদাতাকে প্রথম দুই বছর বিটিআরসিকে কোনো রাজস্ব দিতে হবে না। তবে তৃতীয় বছর থেকে ৩ শতাংশ হারে এবং ষষ্ঠ বছর থেকে ৫ দশমিক ৫ শতাংশ হারে রাজস্ব ভাগাভাগি করতে হবে। আগ্রহী প্রতিষ্ঠানকে ১০ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে এবং তাদের অন্তত ৫ বছর কার্যক্রম চালাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত