Ajker Patrika

খরচ কমাতে প্রতিমন্ত্রী পলকের অভ্যর্থনায় ফুল বাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খরচ কমাতে প্রতিমন্ত্রী পলকের অভ্যর্থনায় ফুল বাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুলের বদলে অভিনন্দনপত্র দিয়ে অভ্যর্থনা জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

আজ রোববার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ অভ্যর্থনা জানানো হয়। 

ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থার পক্ষ থেকে ফুলেল অর্ঘ্যের প্রথাগত পদ্ধতির পরিবর্তে প্রতিমন্ত্রীকে অভিনন্দনপত্র দিয়ে অভ্যর্থনা জানান। প্রতিমন্ত্রী ‘কৃচ্ছ্র সাধনে সরকারি নীতির সঙ্গে বিষয়টি খুবই মানানসই’ হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। 

মতবিনিময় সভায় টেলিকম খাতের সব লোকসানি কোম্পানিকে লাভজনক করতে উদ্যোগ নিতে নির্দেশ দেন জুনাইদ আহমেদ। 

প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ভিশন চারটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি। গত মেয়াদে আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। আমরা প্রায় ৪০টি প্রকল্প চিহ্নিত করেছি, যেগুলো আমাদের যাত্রা শুরু করার জন্য বাস্তবায়ন করা দরকার। এই মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হলো—আমরা দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহির সঙ্গে চারটি স্তম্ভের অধীনে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম, এটি নিশ্চিত করা।’ 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এর অধীন দপ্তর ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত