নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনারদের মধ্যে কোনো মতদ্বৈধতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। গতকাল মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গতকাল মঙ্গলবার সিইসি ও অন্য তিন নির্বাচন কমিশনার সকালেই নির্বাচন ভবনে আসেন। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আসেন বেলা ৩টার কিছুক্ষণ আগে। ইসি আনিছুর ইসিতে আসার কিছুক্ষণ পর প্রথমে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব ও বেগম রাশেদা সুলতানা সিইসির কক্ষে যান। এর কিছুক্ষণ পর নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান সিইসির কক্ষে যান। সেখানে ঘণ্টাখানেক থাকার পর সবাই বের হয়ে যাঁর যাঁর কক্ষে যান। এ সময় ইসি সচিবও সিইসির কক্ষে ছিলেন।
সিইসির কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশনারদের মধ্যে মতদ্বৈধতার সংবাদ প্রকাশিত হয়েছে। কমিশনারদের মধ্যে মতদ্বৈধতা আছে কি না, থাকলে কোন বিষয়ে আছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই নেই।’
তিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিইসির বৈঠক
পুলিশের বিশেষ শাখা (এসবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত আলাদা আলাদাভাবে তাঁদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা যায়, ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। তবে এসবির প্রধান ও এনএসআইয়ের প্রধানের সঙ্গে সিইসির বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না।
জানা যায়, বেলা ১১টার দিকে সিইসির কক্ষে যান এসবির প্রধান মনিরুল ইসলাম। সিইসির সঙ্গে ৩০ মিনিটের মতো বৈঠক করেন তিনি। এরপর তিনি সিইসির কক্ষ থেকে বের হয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কক্ষে যান। সেখানেও ৩০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। এসবির প্রধান ইসি সচিবের কক্ষে থাকা অবস্থায় ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সিইসির কক্ষে যান।
সিইসির সঙ্গে ঘণ্টাখানেকের বেশি বৈঠক করেন তিনি। এরপর বেলা ৩টার কিছু আগে সিইসির কক্ষে যান এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের। সিইসির সঙ্গে তিনি আনুমানিক ২০ মিনিটের মতো বৈঠক করেন। এরপর সেখান থেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানের কক্ষে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি।
তিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিইসির কী বিষয় নিয়ে আলাপ হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সিইসি স্যারের সঙ্গে কী আলাপ হয়েছে, সেটা আমি কীভাবে জানব! যেহেতু সামনে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে অন্যান্য বিষয় রয়েছে এবং এজাতীয় সাক্ষাৎ-আলোচনা প্রতিদিনই হতে পারে।’
মনোনয়ন ফরম মাঠপর্যায়ে পাঠিয়েছে ইসি
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে ইসি। ব্যালট বাক্স আগেই মাঠপর্যায়ে পাঠানো শুরু হয়েছে। এবার বিজি প্রেস থেকে মনোনয়ন ফরম মাঠপর্যায়ে পাঠিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
‘নির্বাচনী অ্যাপ’ উদ্বোধন ১২ নভেম্বর
সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়াসংক্রান্ত ‘নির্বাচনী অ্যাপ’ চূড়ান্ত করেছে ইসি। ১২ নভেম্বর অ্যাপটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। অ্যাপটি চালু করতে সফটওয়্যার ও হার্ডওয়্যার মিলিয়ে সাংবিধানিক সংস্থার ব্যয় হচ্ছে প্রায় ২১ কোটি টাকা। ঘরে বসে মনোনয়নপত্র দাখিল (স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর ছাড়া); এনআইডি নম্বর দিয়ে ভোটকেন্দ্রের অবস্থান; নির্বাচনে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁরা প্রতি দুই ঘণ্টা পরপর কত ভোট পড়ল তার একটি তথ্য-পরিসংখ্যান বা হিসাব আধুনিক সুবিধাসংবলিত এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কাল
আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ঘোষণা-পূর্ববর্তী সাক্ষাৎ করবে কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।
নির্বাচন কমিশনারদের মধ্যে কোনো মতদ্বৈধতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। গতকাল মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গতকাল মঙ্গলবার সিইসি ও অন্য তিন নির্বাচন কমিশনার সকালেই নির্বাচন ভবনে আসেন। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আসেন বেলা ৩টার কিছুক্ষণ আগে। ইসি আনিছুর ইসিতে আসার কিছুক্ষণ পর প্রথমে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব ও বেগম রাশেদা সুলতানা সিইসির কক্ষে যান। এর কিছুক্ষণ পর নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান সিইসির কক্ষে যান। সেখানে ঘণ্টাখানেক থাকার পর সবাই বের হয়ে যাঁর যাঁর কক্ষে যান। এ সময় ইসি সচিবও সিইসির কক্ষে ছিলেন।
সিইসির কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশনারদের মধ্যে মতদ্বৈধতার সংবাদ প্রকাশিত হয়েছে। কমিশনারদের মধ্যে মতদ্বৈধতা আছে কি না, থাকলে কোন বিষয়ে আছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই নেই।’
তিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিইসির বৈঠক
পুলিশের বিশেষ শাখা (এসবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত আলাদা আলাদাভাবে তাঁদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা যায়, ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। তবে এসবির প্রধান ও এনএসআইয়ের প্রধানের সঙ্গে সিইসির বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না।
জানা যায়, বেলা ১১টার দিকে সিইসির কক্ষে যান এসবির প্রধান মনিরুল ইসলাম। সিইসির সঙ্গে ৩০ মিনিটের মতো বৈঠক করেন তিনি। এরপর তিনি সিইসির কক্ষ থেকে বের হয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কক্ষে যান। সেখানেও ৩০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। এসবির প্রধান ইসি সচিবের কক্ষে থাকা অবস্থায় ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সিইসির কক্ষে যান।
সিইসির সঙ্গে ঘণ্টাখানেকের বেশি বৈঠক করেন তিনি। এরপর বেলা ৩টার কিছু আগে সিইসির কক্ষে যান এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের। সিইসির সঙ্গে তিনি আনুমানিক ২০ মিনিটের মতো বৈঠক করেন। এরপর সেখান থেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানের কক্ষে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি।
তিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিইসির কী বিষয় নিয়ে আলাপ হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সিইসি স্যারের সঙ্গে কী আলাপ হয়েছে, সেটা আমি কীভাবে জানব! যেহেতু সামনে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে অন্যান্য বিষয় রয়েছে এবং এজাতীয় সাক্ষাৎ-আলোচনা প্রতিদিনই হতে পারে।’
মনোনয়ন ফরম মাঠপর্যায়ে পাঠিয়েছে ইসি
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে ইসি। ব্যালট বাক্স আগেই মাঠপর্যায়ে পাঠানো শুরু হয়েছে। এবার বিজি প্রেস থেকে মনোনয়ন ফরম মাঠপর্যায়ে পাঠিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
‘নির্বাচনী অ্যাপ’ উদ্বোধন ১২ নভেম্বর
সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়াসংক্রান্ত ‘নির্বাচনী অ্যাপ’ চূড়ান্ত করেছে ইসি। ১২ নভেম্বর অ্যাপটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। অ্যাপটি চালু করতে সফটওয়্যার ও হার্ডওয়্যার মিলিয়ে সাংবিধানিক সংস্থার ব্যয় হচ্ছে প্রায় ২১ কোটি টাকা। ঘরে বসে মনোনয়নপত্র দাখিল (স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর ছাড়া); এনআইডি নম্বর দিয়ে ভোটকেন্দ্রের অবস্থান; নির্বাচনে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁরা প্রতি দুই ঘণ্টা পরপর কত ভোট পড়ল তার একটি তথ্য-পরিসংখ্যান বা হিসাব আধুনিক সুবিধাসংবলিত এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কাল
আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ঘোষণা-পূর্ববর্তী সাক্ষাৎ করবে কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
১৩ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৪০ মিনিট আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৪৩ মিনিট আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে