সীমান্তে মর্টার শেলে: ফের মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৩৫
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১৯

সীমান্তে বাংলাদেশের ভেতরে মর্টার শেল এসে পড়া চলতে থাকায় মিয়ানমারকে আজ রোববার কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মাইনুল কবীর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে এই প্রতিবাদ জানান।

গত ১৫ দিনের মধ্যে তৃতীয়বারের মতো শনিবার মিয়ানমারের সামরিক হেলিকপ্টার থেকে বাংলাদেশের ভেতরে গোলা এসে পড়ায় বাংলাদেশ কঠোর প্রতিবাদ জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। মিয়ানমারের আরও দুই কর্মকর্তা এই তলবে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। 

এর আগে গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে গোলা বাংলাদেশ সীমানার ভেতরে এসে পড়ায় যথাক্রমে ২১ ও ২৯ আগস্ট রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত