হত্যা মামলায় সাংবাদিক শাকিল ও রুপা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৬: ৪৬
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৬: ৫৫

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।

দুপুরের পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুজনকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মো. মোহাইমিনুর রহমান প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। দুজনের পক্ষে রিমান্ড বাতিলের বা জামিনের কোনো আবেদন করা হয়নি। তবে মৌখিকভাবে একজন আইনজীবী রিমান্ড বাতিল চান। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার বিকেলে শাকিল ও রুপাকে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ৫ আগস্ট উত্তরার জসীমউদ্‌দীন মোড়ে ডাচ্‌–বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত থাকা একটি বেসরকারি পোশাক প্রতিষ্ঠানে কর্মরত ফজলুল করিম সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের এবং পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের আসামি করা হয়। মামলায় বলা হয়, আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের গুলিতে তাঁর ভাই নিহত হন।

শাকিল ও রুপার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই দুই আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য সরকারকে উসকানি প্রদান করেন। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এদিকে বেলা ৩টার দিকে তাঁদেরকে আদালতে নেওয়া হয়। এরপরই তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত