কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রওনা হবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ সফরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে ঢাকা। আগামী মার্চের শুরুর দিকে ইউএই সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর সফরের আগে দ্বিপক্ষীয় এ সফরটি মূলত প্রস্তুতি সফর। এর পাশাপাশি দুবাইতে এক্সপো ২০২০-এ যোগ দেবেন তিনি।
সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত প্রধানমন্ত্রী আসন্ন সফর নিয়ে বৈঠকে আলোচনা করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সেখানে বসবাসরত বিশাল বাংলাদেশি কমিউনিটির সুযোগ-সুবিধার বিষয়টি আলোচনায় থাকবে। এর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে বাংলাদেশে আলোচনা জোর দেবে।’
সূত্র জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে ঢাকা থেকে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে প্রথমে দুবাই এক্সপো ২০২০ পরিদর্শনের মধ্য দিয়ে দিন শুরু করবেন তিনি। মেলা প্রাঙ্গণে বিকেলে যুক্তরাজ্যের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের পর দুবাইয়ে বাংলাদেশ মিশন পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে আবুধাবিতে আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চে একটি সেমিনারে বক্তৃতা দেবেন একে আবদুল মোমনে। এরপর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করবেন। দুপুরে ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) মহাপরিচালকের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করবেন। বিকেলে বাংলাদেশ দূতাবাসে পরিদর্শনে যাবেন একে আবদুল মোমেন। সেখানে দূতাবাসের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেবেন। এখানে ইউএইর জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।
সফরের তৃতীয় দিন শনিবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নে পরিদর্শনে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে একটি সেমিনারে অংশ নেবেন। এ দিন বিকেলে বাংলাদেশ ও ইউএইর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
রোববার দুপুরে ইউএই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে গলফ ফুড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যাবেন।
রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রওনা হবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ সফরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে ঢাকা। আগামী মার্চের শুরুর দিকে ইউএই সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর সফরের আগে দ্বিপক্ষীয় এ সফরটি মূলত প্রস্তুতি সফর। এর পাশাপাশি দুবাইতে এক্সপো ২০২০-এ যোগ দেবেন তিনি।
সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত প্রধানমন্ত্রী আসন্ন সফর নিয়ে বৈঠকে আলোচনা করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সেখানে বসবাসরত বিশাল বাংলাদেশি কমিউনিটির সুযোগ-সুবিধার বিষয়টি আলোচনায় থাকবে। এর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে বাংলাদেশে আলোচনা জোর দেবে।’
সূত্র জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে ঢাকা থেকে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে প্রথমে দুবাই এক্সপো ২০২০ পরিদর্শনের মধ্য দিয়ে দিন শুরু করবেন তিনি। মেলা প্রাঙ্গণে বিকেলে যুক্তরাজ্যের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের পর দুবাইয়ে বাংলাদেশ মিশন পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে আবুধাবিতে আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চে একটি সেমিনারে বক্তৃতা দেবেন একে আবদুল মোমনে। এরপর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করবেন। দুপুরে ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) মহাপরিচালকের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করবেন। বিকেলে বাংলাদেশ দূতাবাসে পরিদর্শনে যাবেন একে আবদুল মোমেন। সেখানে দূতাবাসের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেবেন। এখানে ইউএইর জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।
সফরের তৃতীয় দিন শনিবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নে পরিদর্শনে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে একটি সেমিনারে অংশ নেবেন। এ দিন বিকেলে বাংলাদেশ ও ইউএইর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
রোববার দুপুরে ইউএই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে গলফ ফুড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যাবেন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।
৪ মিনিট আগেকারাগারগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত সাত মাসে কারা অধিদপ্তরের ১২ জনকে চাকরিচ্যুত, ৬ জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত, ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ মোট ৬২৬ জনকে শাস্তি দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেনারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।
২৫ মিনিট আগেবঙ্গোপসাগরে যৌথ মহড়া করছে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী। আজ বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় শুরু হয়েছে এ মহড়া। পাশাপাশি দু’দেশের বাহিনী একসঙ্গে অঞ্চলটিতে দিচ্ছে টহলও। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর তথ্যমতে, দুই দেশের নৌবাহিনীর যৌথ টহল করপ্যাটের ৬ষ্ঠ আসর এটি...
১ ঘণ্টা আগে