নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি দায়মুক্ত হয়েছে। অপরাধীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে, আইনি সমস্ত নিয়মনীতি মেনে, নির্মোহভাবে এই বিচার করেছি। সেই বিচারে তাদের সাজা হয়েছে। পরবর্তী সময়ে সেই সাজাগুলো কার্যকর হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো পেয়েছে বিচার।’
বুধবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘১৯৭১ সালে কিশোর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর যে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের নির্মমতা আমি প্রত্যক্ষ করেছি। তা আবার উপলব্ধি করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম অসাম্প্রদায়িক অর্থনৈতিক শোষণমুক্ত গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনার মূল স্তম্ভ। এই চেতনা সামনে রেখেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্রকাঠামো, বাঙালি জাতির একমাত্র রাষ্ট্র বাংলাদেশ।’
বঙ্গবন্ধুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘তিনি সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। দেখেছিলেন দুর্নীতিমুক্ত, শোষণ, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। তাঁর আকাঙ্খা, তাঁর স্বপ্নকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। মহান মুক্তিযুদ্ধ, পবিত্র সংবিধান আমাদের সেই ম্যান্ডেট দিয়েছে।
বিচার বিভাগের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, ‘সমগ্র বিচার বিভাগকে সচল ও আরও গতিশীল করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে জাতির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার সঙ্গে যে বিচারকেরা আছেন সুপ্রিম কোর্টে, সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এটা করতেই হবে।’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি দায়মুক্ত হয়েছে। অপরাধীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে, আইনি সমস্ত নিয়মনীতি মেনে, নির্মোহভাবে এই বিচার করেছি। সেই বিচারে তাদের সাজা হয়েছে। পরবর্তী সময়ে সেই সাজাগুলো কার্যকর হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো পেয়েছে বিচার।’
বুধবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘১৯৭১ সালে কিশোর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর যে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের নির্মমতা আমি প্রত্যক্ষ করেছি। তা আবার উপলব্ধি করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম অসাম্প্রদায়িক অর্থনৈতিক শোষণমুক্ত গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনার মূল স্তম্ভ। এই চেতনা সামনে রেখেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্রকাঠামো, বাঙালি জাতির একমাত্র রাষ্ট্র বাংলাদেশ।’
বঙ্গবন্ধুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘তিনি সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। দেখেছিলেন দুর্নীতিমুক্ত, শোষণ, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। তাঁর আকাঙ্খা, তাঁর স্বপ্নকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। মহান মুক্তিযুদ্ধ, পবিত্র সংবিধান আমাদের সেই ম্যান্ডেট দিয়েছে।
বিচার বিভাগের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, ‘সমগ্র বিচার বিভাগকে সচল ও আরও গতিশীল করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে জাতির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার সঙ্গে যে বিচারকেরা আছেন সুপ্রিম কোর্টে, সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এটা করতেই হবে।’
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৫ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৭ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৮ ঘণ্টা আগে