Ajker Patrika

ঢাকা–১৬: পৌনে আট ঘণ্টায় ৩ কেন্দ্রে ২৩ শতাংশ ভোট, গল্পগুজবে সময় পার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২: ৩৫
ঢাকা–১৬: পৌনে আট ঘণ্টায় ৩ কেন্দ্রে ২৩ শতাংশ ভোট, গল্পগুজবে সময় পার

ঢাকা–১৬ আসনের ভোট কেন্দ্র মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা)। এখানে তিনটি কেন্দ্র। তিন কেন্দ্রে মোট ভোটার ৭ হাজার ৬৪১ জন। তবে এই তিন কেন্দ্রে বেলা পৌনে ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৭৮৮ জন। 

ঘড়ির কাঁটায় যখন বিকেল ৪টা বাজতে ১৫ মিনিট বাকি এ সময় সাধারণত ভোটারদের ভোট দেওয়ার তোড়জোড় থাকে। ব্যস্ত থাকেন ভোটগ্রহণের সঙ্গে জড়িতরাও। তবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে তেমন চিত্র দেখা যায়নি। শেষ সময়ে বসে গল্পগুজব করে সময় কাটিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা। 

একটি বুথে গিয়ে দেখা যায়, আসনে নেই সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররাও। জানতে চাইলে পাশে বসে থাকা পোলিং এজেন্টরা বলেন, কর্মকর্তারা বারান্দায়। পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলার সময়ই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন এক পোলিং এজেন্ট। 

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের তিন কেন্দ্রের ১৫টি বুথের প্রায় সবগুলোতেই নৌকার পাশাপাশি ঈগল ও একতারা প্রতীকের এজেন্টদেরও দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত