Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী ইউএই

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী ইউএই

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইউএই সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ বৃহস্পতিবার এ আগ্রহের কথা জানিয়েছেন ইউএই’র ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকীর সঙ্গে আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফুজাইরা প্রদেশে তাঁর কার্যালয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব‍্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আলোচনাকালে দুই নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে শেখ হামাদ সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান।

পরবর্তীতে ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল সারকী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত