Ajker Patrika

আমি পরিস্থিতির শিকার ছিলাম: মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩: ২৭
আমি পরিস্থিতির শিকার ছিলাম: মাহিয়া মাহি

ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখান থেকে এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুলেছেন তিনি। মাহি বলেছেন, তিনি ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন।

নিজের ফেসবুক পেজে ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। সে জন্য তেমন ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি তেমন একটা ফোন হাতে রাখছি না। ইবাদত ঠিকমতো করতে চাই। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমি সেদিনও বেশ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে তা শুধু আমি জানি, আর আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আমি নিজের কাছে তো ছোট হয়েছিই, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।’ 

মাহি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’

সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে মাহি বলেন, ‘এই বিষয় নিয়ে কথা বলার মানসিকতা আমার আসলে এখন নেই। যার কারণে আমি সাংবাদিক ভাইদের ফোন কল রিসিভ করছি না। আপনারা আমার হয়ে, আমার জায়গা থেকে চিন্তা করবেন।’

এরপর মাহি সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়ে ভিডিও বার্তা শেষ করে বলেন, ‘আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত