কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রতিবেশী ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে বাংলাদেশ সরকার ও এখানকার রাজনৈতিক দলগুলোর অনেকে।
বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কূটনীতিক আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, গুয়াহাটি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতের কেন্দ্র ও প্রদেশগুলোর নির্বাচনের ফল ও প্রবণতার ওপর নজর রাখছে।
লোকসভার ভোটে জিতে যে দল বা জোটই জিতুক আর কেন্দ্রে যিনিই প্রধানমন্ত্রী হোন, চলতি জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছে ভারত সরকার। এমন অবস্থায় নরেন্দ্র মোদিই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন, নাকি দেশটির সরকারে পালাবদলের সম্ভাবনা আছে, সেদিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশ সরকারকে।
ভারতের কেন্দ্রে ও দেশটির বিভিন্ন প্রদেশের ভোটে কোন দল কেমন ফল পায়, তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে দেশটির সম্পর্কে প্রভাব পড়ে। কূটনীতিকেরা এমনটাই মনে করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ মঙ্গলবার আজকের পত্রিকা’কে বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাঁদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সেই দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জনগণের ভোটে যারাই বিজয়ী হবেন, তাঁদের আমরা স্বাগত জানাব।’
বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন আজকের পত্রিকাকে বলেন, ভোটে নেতিবাচক প্রবণতা আঁচ করতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ওপর দেবত্ব আরোপসহ আগ্রাসী প্রচারের পথ বেছে নিয়েছেন। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে এটা স্পষ্ট হয়ে যাবে দেশটির প্রগতিশীল ও শিক্ষিত ভোটারেরা তাঁর প্রচারে প্রভাবিত হয়নি। আর তা আগামী নির্বাচনে দলটির ভরাডুবির ইঙ্গিত বয়ে নিয়ে আসতে পারে।
রিপন বলেন, এবার কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল থাকা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। এর বাইরে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয়ের কারণে আগামী মেয়াদে মোদির সরকারের জন্য নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করা কঠিন হয়ে যাবে।
আরও খবর পড়ুন:
প্রতিবেশী ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে বাংলাদেশ সরকার ও এখানকার রাজনৈতিক দলগুলোর অনেকে।
বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কূটনীতিক আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, গুয়াহাটি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতের কেন্দ্র ও প্রদেশগুলোর নির্বাচনের ফল ও প্রবণতার ওপর নজর রাখছে।
লোকসভার ভোটে জিতে যে দল বা জোটই জিতুক আর কেন্দ্রে যিনিই প্রধানমন্ত্রী হোন, চলতি জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছে ভারত সরকার। এমন অবস্থায় নরেন্দ্র মোদিই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন, নাকি দেশটির সরকারে পালাবদলের সম্ভাবনা আছে, সেদিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশ সরকারকে।
ভারতের কেন্দ্রে ও দেশটির বিভিন্ন প্রদেশের ভোটে কোন দল কেমন ফল পায়, তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে দেশটির সম্পর্কে প্রভাব পড়ে। কূটনীতিকেরা এমনটাই মনে করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ মঙ্গলবার আজকের পত্রিকা’কে বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাঁদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সেই দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জনগণের ভোটে যারাই বিজয়ী হবেন, তাঁদের আমরা স্বাগত জানাব।’
বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন আজকের পত্রিকাকে বলেন, ভোটে নেতিবাচক প্রবণতা আঁচ করতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ওপর দেবত্ব আরোপসহ আগ্রাসী প্রচারের পথ বেছে নিয়েছেন। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে এটা স্পষ্ট হয়ে যাবে দেশটির প্রগতিশীল ও শিক্ষিত ভোটারেরা তাঁর প্রচারে প্রভাবিত হয়নি। আর তা আগামী নির্বাচনে দলটির ভরাডুবির ইঙ্গিত বয়ে নিয়ে আসতে পারে।
রিপন বলেন, এবার কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল থাকা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। এর বাইরে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয়ের কারণে আগামী মেয়াদে মোদির সরকারের জন্য নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করা কঠিন হয়ে যাবে।
আরও খবর পড়ুন:
অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশে গণপিটুনিতে ১১৯ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। এ সময় সারা দেশে গণপিটুনির অন্তত ১১৪টি ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট
১৩ মিনিট আগেরমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা রাজধানীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে...
১ ঘণ্টা আগেবাংলাদেশে গত ১৫ বছরে সংঘটিত জোরপূর্বক গুম ও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের কাছ থেকে সহায়তা পাওয়া যেতে পারে। বাংলাদেশে দেশটির সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আজ বুধবার ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর
১ ঘণ্টা আগে